আদীব হুজুরের কলমে কোরআনের অনুবাদ: আইডিয়াল টাইমস
এই একটা খবর যে কতো পাঠকের জন্য সাংঘাতিক সুখবর, সেটা আসলে লিখে বোঝানো সম্ভব নয়! মাওলানা আবু তাহের মেসবাহ হাফিযাহুল্লাহ, আদীব হুজুর নামে যিনি শ্রদ্ধা ও ভালোবাসার আসনে বসে আছেন আমাদের হৃদয়ে, সেই গুণীজনের হাত হয়ে এসেছে আল্লাহর কালামের অনুবাদ!
সুসাহিত্যের সুষমায় আদীব হুজুরের সমতুল্য কাউকে খুঁজে পাওয়া ভার! তিনি একাই একটা প্রতিষ্ঠান। তাঁর নিজের প্রকাশনা দারুল কলম থেকে এবার প্রকাশিত হলো “কোরআনুল কারীমের তারজুমানী”। যারা আদীব হুজুরের লেখনীর সাথে ইতিমধ্যেই পরিচিত, তাদেরকে নতুন করে বলার কিছু নেই। যারা পরিচিত নন, তাদেরকে বলে রাখি যে উনার লেখনী অন্য ধাঁচের! ঐ লেখায় আছে সুরভি, আছে জীবন, আছে সুন্দরের অপূর্ব প্রকাশ। আর আল্লাহর কালামের অনুবাদে তাঁর সেই দক্ষ হাত কেমন কাজ করবে, সেটা কিছু তো অনুমান করাই যায়।
এমনই একটি যুগান্তকারী অনুবাদের অপেক্ষাতেই ছিলেন অনেকে। অপেক্ষার সেই পালা ফুরোলো এবার। এই অনুবাদগ্রন্থের কেবল ভূমিকা থেকেই আপনি বুঝে যাবেন কতো চমৎকার কাজ এটি।
কোরআনুল কারীমের তারজুমানী
লেখক : মাওলানা আবু তাহের মেসবাহ
প্রকাশনী : দারুল কলম
সুত্র: ওয়াফিলাইফ