প্রেস বিজ্ঞপ্তি
——————-
বাংলাদেশ মাদরাসা এসোসিয়েশন মিরপুর মডেল থানা কমিটি গঠন; সভাপতি মাঈনুদ্দীন ওয়াদুদ সেক্রেটারী মোয়াজ্জম হোসাইন
বাংলাদেশ মাদরাসা এসোসিয়েশন (বিএমএ) মিরপুর মডেল থানা কমিটি গঠন হয়েছে।
আজ শুক্রবার (১৫ নভেম্বর ) বাদ মাগরিব মধ্য মনিপুর দারুল আরকাম মডেল মাদরাসা মিলনায়তনে বিএমএ মিরপুর মডেল থানার ১ম কাউন্সিল অনুষ্ঠিত হয়।
হাফেজ মাওলানা আবুবকর বিন রাশেদের উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে কুরআন তিলাওয়াত করেন মুফতী তাওফিকুল ইসলাম।
নাতে রাসুল পরিবেশন করেন তামাদ্দুনের শিল্পী ইমাম হোসাইন। উপস্থিত সদস্যদের পরিচয় পর্ব শেষে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন হাফেজ মাওলানা মোয়াজ্জম হোসাইন।
এতে সংগঠনের কেন্দ্রীয় কমিটির দায়িত্বশীল ও , মিরপুর মডেল থানার সদস্যদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে ২০২৪-২৬ সেশনের জন্য ২৫ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি গঠন করা হয়। নতুন সেশনে হাফেজ মাওলানা মুফতি মাঈনুদ্দীন ওয়াদুদ সভাপতি, হাফেজ মাওলানা আব্দুল আলিম সিনিয়র সহ-সভাপতি ও হাফেজ ক্বারী মোয়াজ্জম হোসাইন কে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বিএমএ-এর কেন্দ্রীয় সভাপতি (ভারপ্রাপ্ত) মাওলানা আব্দুল হামিদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা হিফজুর রহমান, কেন্দ্রীয় সদস্য ইব্রাহীম খলিল কাউসারী, মাওলানা আব্দুল আলিম, আহসানুল্লাহ সিরাজী,বিশিষ্ট গবেষক শিক্ষাবিদ মুফতি মোস্তফা আশরাফী, মুফতি তৌফিকুল ইসলাম,মাহমুদুল হাসান মান্নানী, আরিফ বিল্লাহ মামুন,মুফতি শরিফুল ইসলাম প্রমুখ।
রাত ৯টায় মুফতি আব্দুল হালিম কাসেমীর দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।
সংবাদ প্রেরক
আবুবকর বিন রাশেদ
বাংলাদেশ মাদরাসা এসোসিয়েশন