বাজারে এলো শায়খ আহমাদুল্লাহর নতুন বই : আইডিয়াল টাইমস
বইটির নাম ‘মাহে রমযানের ২৭ আমল‘
রমযান মাসে প্রত্যেক মুমিনেরই ইচ্ছা থাকে, বেশি বেশি আমল করার। কিন্তু দৈনন্দিন জীবনের নানাবিধ ব্যস্ততায় আমাদের সেই ইচ্ছা আর পূরণ হয়ে উঠে না। তাই তো আমরা মনোযোগী হই এমন কোনো বই কিংবা গাইডলাইনের প্রতি যা আমাদেরকে আমলের প্রতি উদ্বুদ্ধ করবে। স্মরণ করিয়ে দিবে রমযানে সেইসব আমলের কথা, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ।
‘মাহে রমযানের ২৭ আমল‘ ঠিক সেই কাজটাই করবে।
রমযানে আপনাকে আমলের প্রতি উৎসাহ প্রদানের পাশাপাশি কুরআন ও হাদিসের আলোকে প্রমানিত সেসব আমলের দিক নির্দেশনা দিবে এই বইটি। বইটির দাম ধরা হয়েছে মাত্র ৬৫ টাকা!
সুত্র: ওয়াফিলাইফ ডটকম