প্রিয় পাঠক, গাফিলতি ও অজ্ঞতার অন্ধকার দূর করে ঘুমন্ত উম্মাহকে জাগিয়ে তুলতে রুহামা পাবলিকেশন এবার নিয়ে আসছে অনন্যসাধারণ এক গ্রন্থ ‘জমানার শেষ দিনগুলো।’ ইন-শা-আল্লাহ, গ্রন্থটি শীঘ্রই প্রকাশ হয়ে আসছে এবারের একুশে বইমেলায়!
কিয়ামতের নিদর্শনগুলো ক্রমশ সংঘটিত হচ্ছে। ইমান ও কুফরের মাঝে অব্যাহত সংঘাত চলছে। বিজয়ের পথে এগিয়ে চলছে তায়িফাতুল মানসুরা। ইমান ও নিফাকের তাঁবু স্পষ্ট আজ। কিন্তু আজকের অধিকাংশ মানুষই জানে না, কোথায় তাদের অবস্থান! কোন পথে তারা সামনে এগুচ্ছে! কী সেই তায়িফাতুল মানসুরা!
পার্থিব সম্পদ উপার্জনের প্রতিযোগিতা ও ভোগবিলাসে মত্ত মানুষগুলোকে যদি বলেন, কিয়ামত সন্নিকটে। তারা নিশ্চয়ই অবাক হবে! তাদের ধারণা, যেন দুনিয়াতে তারা অনন্তকাল থাকবে! তাইতো কিয়ামতের নিদর্শন সম্পর্কে তারা বড়োই গাফিল! তারা জানে না, কেমন হবে জমানার শেষ দিনগুলো!
বস্তুত, এই গাফিলতি ও অজ্ঞতার কারণ আখিরুজ্জামান নিয়ে তাদের তেমন স্টাডি নেই!
সুত্র: রুহামা