সফলতার জন্য করণীয় কি ? আইডিয়াল টাইমস
সফলতা পেতে হলে আগে নিজেকে ডেভলপ করতে হবে ।
হয়তো আপনার আশেপাশে অনেক মানুষ, আপনার নিজের বন্ধু-বান্ধব সফল হয়েছে, আপনি তাদের ধারে কাছে যেতে পারছেন না ।
এজন্য পরিচিত সার্কেল থেকে বের হয়ে এসে নিজের একটা জায়গা তৈরি করতে হবে ।
মনে রাখতে হবে, অনেক বড় গাছের নিচে কখনো ছোট গাছ বেড়ে ওঠে না ।
এজন্য কারো ছায়ায় না থেকে, নিজের জন্য একটা পরিবেশ তৈরি করতে হবে ।
প্রয়োজনে নিজের হোম টাউন ( নিজের শহর) ছেড়ে নতুন কোন শহরে থাকা উচিত, নিজের শহরে ছেড়ে যাওয়া সম্ভব না হলে, সেই সকল সার্কেল থেকে বের হয়ে আসা উচিত যেখানে থেকে বিগত বছরগুলোতে আপনার তেমন কোন ডেভেলপ হয়নি।
সফলতা পেতে হলে নিজেকে লুকিয়ে রাখতে হয়, মাঝে মাঝে পিছিয়ে যেতে হয় ।
দেখবেন যারা পেস ( ক্রিকেটে ফাস্ট বল করে ) বল করে তারা কিন্তু বল করার আগে অনেকটা পিছিয়ে যায়, যেন তারা আরও বেশি গতি নিয়ে বল করতে পারে ।
এজন্য সাময়িক পিছিয়ে যাওয়া, নিজেকে লুকিয়ে রাখা ব্যর্থতা নয় বরং সফলতার জন্য ভিত্তি প্রস্তুত করা ।
হয়তো আপনাকে নিয়ে সমালোচনা করবে, আপাতত মুখ বুঝে সমালোচনা সহ্য করুন । আপনি সফল হলে সেই সকল সমালোচনাকারীরাই একদিন আপনাকে বাহবা দিবে । মনে রাখতে হবে Success in the best revenge!!
কারো সফলতার দিকে না তাকিয়ে, নিজে যা জানেন তার মধ্যে বাছাই করে যেকোনো একটা স্কিল ডেভেলপ করতে হবে । হোক সেটা ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইন, কোডিং, ইউটিউববিং, রান্নাবান্না ইত্যাদি ।
মনে রাখতে হবে একটা ডিগ্রির চেয়ে একটা স্কিল বেশি প্রোডাক্টিভ।
ছয় মাস সময় নিয়ে টানা লেগে থাকুন, যেকোনো একটা মেন্টর কে বেছে নিন, তার গাইডলাইন অনুযায়ী চলুন । নতুন নতুন কোর্স করুন, ইউটিউবে ভিডিও দেখুন ।
অযথা টাকা অপচয় না করে, অল্প অল্প করে টাকা জমিয়ে একটি দুইটি করে দেশ ভ্রমণ করুন, এতে করে আপনার প্রোফাইল আস্তে আস্তে আপডেট হবে । ইন্টারন্যাশনাল কালচার ডেভেলপ হবে, একদিন বড় দেশে যাওয়ার পথ সুগম হবে ।
পরিচিত সার্কেল থেকে বের হয়ে এসে, প্রোডাক্টিভ মানুষের সাথে পরিচিত হোন । যারা উদ্যমী এবং পরিশ্রমী এবং সৎ ।
অবশ্যই নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতে হবে, যদি সম্ভব হয় জিম করুন, অথবা বাড়িতে ব্যায়াম করুন, দেখবেন ছয় মাসের মধ্যে আপনার স্বাস্থ্যের গঠন চেঞ্জ হয়ে গেছে, ছয় মাসের মধ্যে শক্তিশালী হাত, পেশি বহুল বুক এবং মজবুত পা পাবেন ।
সংগৃহিত