জাতীয় সংগীত পরিবর্তনের আওয়াজ ওঠেছে। বিভিন্নজন বিভিন্ন মতামত দিচ্ছেন। কেউ কেউ জাগ্রত কবি আল্লামা মুহিব খানের ইঞ্চি ইঞ্চি মাটিকে জাতীয় সংগীত করার পক্ষে জোরালো বক্তব্য দিচ্ছেন। তাদের মতামতের সপক্ষে যুক্তিগুলো নিন্মরুপ।
জন্মসূত্রে বাংলাদেশের আদর্শ নাগরিক, রাজনৈতিক দলনিরপেক্ষ, বিপুল জননন্দিত ব্যক্তিত্ব, কবি মুহিব খান রচিত “ইঞ্চি ইঞ্চি মাটি”- গানে “জাতীয় সংগীত” হওয়ার মত প্রায় সকল বৈশিষ্ট বিদ্যমান রয়েছে। যেমন :-
১. পূর্ণাঙ্গ “বাংলাদেশ” নামটির বারংবার উল্লেখ ও দৃঢ় উচ্চারণ।
২. আমাদের সকল মুক্তিযুদ্ধ ও রক্তাক্ত আত্মদানের স্মৃতিচারণ।
৩. যে কোন মূল্যে এদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকার ও সুদৃঢ় প্রত্যয়।
৪. এদেশের মনোরম মনোহর প্রাকৃতিক সৌন্দর্যের বিবরণ।
৫. অতীতের সকল শহীদ গাজীদের সম্মানজনক স্বীকৃতি।
৬. বাংলাদেশ “সবার প্রাণ” এবং “স্রষ্টার দান”- এই বিশ্বাসের ঘোষণা।
৭. নিজেকে এদেশের সন্তান বলে ধন্য মনে করা এবং জন্মভূমির জন্য জীবন উৎসর্গ করার শপথ।
৮. সকল শত্রুর মোকাবিলায় জাতিকে সাহস সঞ্চার ও গাদ্দারদের থেকে সতর্ক হয়ে জাতিকে জাগ্রত থাকার মন্ত্র।
৯. মাতৃভাষার জন্য আত্মদানের ঐতিহাসিক গৌরবগাথা।
১০. এ মাটির বুক হতে বিশ্বমানবতার উদাত্ত আহবান।
১১. এদেশের অগণিত সাধক ও আওলিয়াদের স্মরণ।
১২. সকল জাতীয় নেতা ও বীরদের অবদানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন।
১৩. সাদা কালো ধনী গরিবের মধ্যে বৈষম্যহীন সাম্যের ঘোষণা।
১৪. ধর্ম বর্ণ ও গোষ্ঠী নির্বিশেষে সাম্প্রদায়িক সম্পৃতির ঘোষণা।
১৫. পারস্পরিক দ্বন্দ্ব-বিবাদ এড়িয়ে জাতীয় ঐক্যের উদাত্ত আহবান।
১৬. যুদ্ধ জয়ী শ্রেষ্ঠ জাতি হিসেবে বিশ্বে দৃষ্টান্ত স্থাপনের দৃপ্ত আহবান।
আব্দুল হান্নান
Reporter Name 












