হিন্দুত্ববাদী উগ্র সংগঠন ইসকন নিষিদ্ধসহ ৬ দফা দাবিতে কুমিল্লায় হেফাজতের বিক্ষোভ
আইডিয়াল টাইমস-
কুমিল্লা, ২৪ অক্টোবর ২০২৫
হিন্দুত্ববাদী উগ্র সংগঠন ‘ইসকন’-এর গুম ও নির্যাতন, ধর্ষণ, এবং দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে কুমিল্লায় বিশাল বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ কুমিল্লা মহানগর শাখা। শুক্রবার বাদ জুমা টাউন হল ময়দান থেকে বিক্ষোভ মিছিলটি রাজগঞ্জ মোড়, মোগলটুলি হয়ে কেন্দ্রীয় ঈদগাহের পাশ দিয়ে পূবালী চত্বরে গিয়ে শেষ হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা মহানগর সভাপতি মুফতি শামছুল ইসলাম জিলানী। বক্তব্য রাখেন সহ-সভাপতি হাফেজ মাওলানা ওয়ালীউল্লাহ, মাওলানা তৈয়্যব, সেক্রেটারি মাওলানা মনিরুল ইসলাম কাসেমী, মাওলানা জহিরুল ইসলাম, যুগ্ম সেক্রেটারি মাওলানা আনিসুর রহমান আশরাফী, মুফতি ইয়াকুব, মাওলানা জামিল আশরাফী, মুফতি নাইমুল ইসলাম, মুফতি মোজাম্মেল হোসেন, সাংগঠনিক সম্পাদক মাওলানা সোলাইমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে ছয় দফা দাবি উপস্থাপন করেন মুফতি শামছুল ইসলাম জিলানী। দাবিগুলোর মধ্যে রয়েছে— বাংলাদেশের অন্যান্য দেশের মতো ইসকনকে অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা ও তাদের সব কার্যক্রম বন্ধ করা, টঙ্গীর খতিব মুফতি মুহিব্বুল্লাহ মিয়াজীকে গুম ও নির্যাতনের দায়ে জড়িতদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি প্রদান, শিশু আশা মনিকে ধর্ষণকারীদের মৃত্যুদণ্ড নিশ্চিত করা, বুয়েটের আত্মস্বীকৃত ধর্ষক তৃষান্ত রায়ের ফাঁসি কার্যকর করা, চট্টগ্রাম আদালতে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকারীদের দ্রুত বিচার করা এবং ইসকনের বিরুদ্ধে মামলা নিতে গড়িমসি করা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ।
বক্তারা বলেন, ইসকন প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। তাদের কর্মকাণ্ডে মুসলিম সমাজের শান্তি ও নিরাপত্তা হুমকির মুখে। বিশ্বের মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সৌদি আরব, রাশিয়া ও সিঙ্গাপুরে ইসকনের কার্যক্রম নিষিদ্ধ; অথচ বাংলাদেশে এখনো রাষ্ট্রীয়ভাবে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
তারা বলেন, টঙ্গীর খতিব মুফতি মুহিব্বুল্লাহ মিয়াজীকে হত্যার উদ্দেশ্যে গুম করে নির্যাতন চালানো হয়েছে, গাজীপুরে শিশু আশা মনিকে অপহরণ করে ধর্ষণ করা হয়েছে, বুয়েটে তৃষান্ত রায় নামের নাস্তিক ছাত্রীর ধর্ষণ ও আত্মহত্যার ঘটনায় দেশব্যাপী ক্ষোভ ছড়িয়ে পড়েছে, অথচ প্রশাসন নিরব দর্শকের ভূমিকা পালন করছে।
বক্তারা অভিযোগ করেন, ভারতের হিন্দুত্ববাদী শাসকগোষ্ঠীর প্রত্যক্ষ মদদে ইসকন বাংলাদেশে অরাজকতা ও ধর্মীয় বিভাজন সৃষ্টির ষড়যন্ত্রে লিপ্ত। সরকারের উচিত অবিলম্বে তাদের কার্যক্রম বন্ধ করে জাতীয় নিরাপত্তা রক্ষা করা।
শেষে মুফতি শামছুল ইসলাম জিলানী বলেন, “কুমিল্লা টাউন হল থেকে বিশাল বিক্ষোভ মিছিল সফল করার জন্য সকল ওলামায়ে কেরাম, তাওহিদী জনতা, সাংবাদিক এবং প্রশাসনের সহায়তাকারী ভাইদের আন্তরিক মোবারকবাদ জানাই।”
বার্তাপ্রেরক:
মুফতি শামছুল ইসলাম জিলানী
সভাপতি, হেফাজতে ইসলাম বাংলাদেশ (কুমিল্লা মহানগর)
সহ-সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় কমিটি
Reporter Name 













