ভিপি নুরের ওপর বর্বরোচিত হামলার ঘটনায় নেজামে ইসলাম পার্টির তীব্র নিন্দা ও প্রতিবাদ
ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অকুতোভয় সৈনিক, গণঅধিকার পরিষদের সভাপতি, সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের ওপর আইন- শৃঙ্খলা বাহিনী ও জাপা সন্ত্রাসীদের বর্বরোচিত হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমীর আল্লামা সরওয়ার কামাল আজিজী ও মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার।
সংবাদপত্রে প্রদত্ত এক যুক্ত বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, শান্তিপূর্ণ সমাবেশে একটি দলের প্রধানের ওপর বর্বরোচিত এ হামলা দেশ ও জাতির জন্য অশনিসংকেত। ন্যাক্কারজনক এ ঘটনায় জাতি গভীরভাবে উৎকন্ঠিত। দেশের শান্তিকামী জনগণের হৃদয়ে আজ রক্তক্ষরণ হচ্ছে। দেশকে ফ্যাসিবাদমুক্ত করার লক্ষ্যে ২৪ এর জুলাই গণঅভ্যুত্থানের পরও স্বাধীনতাকামী ও দেশপ্রেমিক জনতার কণ্ঠরোধের এমন পৈশাচিক প্রয়াস আমাদেরকে ভাবিয়ে তুলেছে।
অবিলম্বে সুষ্ঠু তদন্তপূর্বক মর্মান্তিক এ ঘটনায় জড়িত অপরাধীদের বিরুদ্ধে যথাযথ শান্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। সেই সাথে রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসরদের অপসারণ এবং ফ্যাসিবাদের প্রধান সহযোগী জাতীয় পার্টিসহ আওয়ামী দোসরদের রাজনীতি অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। অন্যথায় জনরোষ ভয়াবহ রূপ নেবে, জনগণ রাজপথে নেমে আসতে বাধ্য হবে।
নেতৃদ্বয় গুরতর আহত ভিপি নুরুল হক নুরসহ আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদের দোসরদের যাবতীয় চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। সেই সাথে কোনভাবেই যেন পতিত অপশক্তির পুনরুত্থান হতে না পারে সে ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকার আহবান জানান।
বার্তা প্রেরক
হাফেজ মাওলানা আবুল মনজুর
মিডিয়া সমম্বয়ক
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।
আইডিয়াল টাইমস 












