কুমিল্লা আদর্শ সদর উপজেলার শাসনগাছা বাসটার্মিনাল জামে মসজিদ সংলগ্ন মাদরাসায়ে এহসানিয়া দারুল উলূম শাসনগাছার নতুন ভবনের ইফতিতাহ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরে কামেল আল্লামা নুরুল হক সাহেব। প্রধান মেহমান ছিলেন আল্লামা আব্দুর রাজ্জাক সাহেব।
মাদরাসার মুহতামীম মাওলানা খলীলুর রহমান সাহেবের সভাপতিত্বে আয়োজিত এ প্রোগ্রামের সঞ্চালনা করেন সিনিয়র উস্তাদ মুফতি আকরামুল হক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রানীর বাজার মাদরাসার মুহতামীম হা. মাও. মনির হোসাইন, কুমিল্লা জেলা কওমী মাদরাসা সংগঠনের সেক্রেটারি মাওলানা আব্দুল কুদ্দুস,
জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব ড. হাফেজ মাওলানা মুহিউদ্দীন ইকরাম।
এছাড়া বক্তব্য রাখেন জামিয়া আরাবিয়া কাসেমুল উলূমের মুফতি তাওহিদুল ইসলাম, জাতীয় ওলামা পরিষদ আইম্মাহ পরিষদ কুমিল্লা মহানগর সেক্রেটারি হাফেজ মাওলানা ওমর ফারুক সুলতানী, সচেতন আহলে সুন্নাত ওয়াল জামাত ফেডারেশনের চেয়ারম্যান মুফতি শেখ মু. নাঈম বিন আ. বারী প্রমুখ।
বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইকরা ইসলামিক স্কুল এন্ড মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা ফরিদ আহমদ, শাসনগাছা ফোরকানিয়া মাদরাসার মুহতামীম মাওলানা তৈয়ব, মাদরাসায়ে এমদাদিয়া সুলতানুল উলূমের মুহতামীম হাফেজ আজিজুল হক, জামিয়া মাদানিয়া রওজাতুল উলূমের মুহতামীম হাফেজ মাওলানা মারগুব বিন ওবায়েদ, উম্মাহাতুল মুমিনীন মাদরাসার মুহতামীম মাওলানা আবু কাউসারসহ আরও অনেকে।
পরিশেষে প্রধান মেহমান আল্লামা আব্দুর রাজ্জাক সাহেব হাফিঃ এর মুনাজাতের মধ্য দিয়ে ইফতিতাহ ও দোয়া মাহফিল সমাপ্ত হয়।
সূত্র: আইডিয়াল টাইমস
Reporter Name 











