আজ (১২ সেপ্টেম্বর) শুক্রবার বিকাল ৩টায় রাজধানী ঢাকার রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে সীরাতুন্নাবী সা. ফেস্টিভ্যাল ২০২৫ উপলক্ষ্যে নাতে রাসুল সা. ও কাওয়ালী মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি জাগ্রত কবি উসতায আল্লামা মুহিব খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বিশিষ্ট সংগীতজ্ঞ ও নজরুল গবেষক উস্তাদ সালাউদ্দিন আহমেদ, ইয়াকুব আলী খান, তাফাজ্জল হোসাইন খান, আজীজুল ইসলাম খান ও উসতায আল্লামা মুহিব খান সহ দেশবরেণ্য নবিন-প্রবীণ শিল্পীবৃন্দ।
অনুষ্ঠানে লব্ধপ্রতিষ্ঠিত শিল্পীদেরকে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট এর পরিচালক ড. আসাদুজ্জামান খান। জামিয়া মাদানিয়া বারীধারার শাইখুল হাদীস মুফতী হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী। রমনা জোনের উপ-পুলিশ কমিশনার জনাব মাসুদ আলম (বিপিএম)।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব রশিদ আহমদ ফেরদৌস, ড. কুতুব উদ্দিন বখতিয়ার, মুফতী শাঈখ মুহাম্মাদ উছমান গনী, এম কামরুজ্জামান, কাওছার আহমদ সুহাইল, মুফতী ইমরানুল বারী সিরাজী, মুফতী আফজাল হোসাইন, সালেহ আহমাদ, ইখতিয়ার হোসাইন,মুহাম্মাদ বদরুজ্জামান, গাজী আনাস রওশান, ইলিয়াছ হাসান, আহমাদ আবু জাফর, হুজায়ফা আল মাহদী, ইয়াছিন হায়দার, ইব্রাহীম কোব্বাদী, ইখতিয়ার হোসাইন, খন্দকার হোসাইন আহমদ, মাসুম বিন মাহবুব, হাকিম আজহারুল ইসলাম নোমানী, আব্দুল হান্নান, রাকিবুল ইসলাম সবুজ সহ জাসাক নেতৃবৃন্দ।
এতে সারাদেশ থেকে প্রায় শতাধিক শিল্পী, কবি, লেখক, সাংবাদিক, আবৃত্তিকার ও উপস্থাপক অংশগ্রহণ করেন এবং স্ট্যাজ পারফর্ম করেন। দর্শকদের উপচে পড়া ভীড় ছিলো চোখে পড়ার মতো। বিকাল ৩টা থেকে রাত নয়টা পর্যন্ত চলে এই জমকালো আয়োজন।
উল্লেখ্য যে, জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র (জাসাক) সুস্থ ধারার সংস্কৃতিকর্মীদের নিয়ে গঠিত একটি সম্মিলিত প্লাটফর্ম। যাতে ২শতাধিক শিল্পী, কবি, ও লেখক-সাংবাদিক ও নেতৃত্বশীল ব্যক্তিবর্গ যুক্ত আছেন।
আবদুল গাফফার
প্রচার সম্পাদক
জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র
Reporter Name 












