মাদরাসাতুল মারওয়াহ’র ৭ম বর্ষপূর্তি উপলক্ষে এক বিশেষ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ (১ সেপ্টেম্বর) সোমবার মারওয়াহ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মাদরাসার প্রতিষ্ঠাতা ও মুহতামিম হাফেজ মাওলানা মাঈনুদ্দীন ওয়াদুদ।
কুরআন তিলাওয়াত ও নাশিদ পরিবেশন শেষে শুভেচ্ছা বক্তব্য রাখেন মারওয়াহ’র নায়েবে মুহতামিম হাফেজ মাওলানা আবুবকর বিন রাশেদ । তিনি দীর্ঘ এই যাত্রার স্মৃতিচারণ করেন এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন-অগ্রযাত্রার কথা তুলে ধরেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসাতুল মারওয়াহ’র প্রধান উপদেষ্টা, সিরাজগঞ্জ বাহেলা খাতুন জামে মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও আলোচক ড. আল্লামা খলিলুর রহমান আজহারী । বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন মারওয়াহ’র উপদেষ্টা মাওলানা কাজী আব্দুল্লাহ আল মাইমুন।
আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন তামাদ্দুনের কেন্দ্রীয় নির্বাহী পরিচালক মাওলানা বাশার মাহমুদ, বিশিষ্ট ব্যবসায়ী হাফেজ মাওলানা নেওয়াজ শরিফ, মাদরাসাতুন নুর-এর পরিচালক মাওলানা আ স ম আল আমীন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মারওয়াহ’র কো-অর্ডিনেটর হাফেজ ক্বারী মাহবুব গাজী, শিক্ষা সচিব জনাব সাজিদ আবরার, সহকারী শিক্ষা সচিব মুফতি সালমান মাহমুদসহ প্রতিষ্ঠানের সকল শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে বালক ও বালিকা মিলে মোট ২৫ জন শিক্ষার্থী নতুন সবক গ্রহণ করে।
প্রধান অতিথি তার আলোচনায় মারওয়াহ’র উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন এবং সকল অভিভাবককে মাদরাসার প্রতি আরও আন্তরিক হওয়ার অনুরোধ জানান।
উল্লেখ্য যে, ২০১৮ সালের ১ সেপ্টেম্বর বৃহৎ এক স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছিল এই প্রতিষ্ঠান। গত ৭ বছরে মোট ২২ জন শিক্ষার্থী শুরু থেকে শেষ পর্যন্ত হিফজ সমাপ্ত করেছে, যা প্রতিষ্ঠানের জন্য বিশাল অর্জন। শত প্রতিকূলতা ও বাধা অতিক্রম করে শূন্য থেকে শুরু করে আজ প্রায় ২০০ জন শিক্ষার্থী ও ২০ জন শিক্ষক-স্টাফ নিয়ে মারওয়াহ নিজেদের স্বাতন্ত্রতা বজায় রেখে লক্ষপানে এগিয়ে যাচ্ছে।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিলো মারওয়াহ’র হিফজ বিভাগের শিক্ষার্থী জনাব মামুন মিয়ার ছেলে মোঃ মারুফের হিফজ সমাপনী তিলাওয়াত ও সম্মাননা গ্রহণ।
সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ১টায় অতিথিদের নসিহত শেষে দুআর মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
ইবনে সাবিল 












