আইডিয়াল টাইমস-হবিগঞ্জ প্রতিনিধি
—-কাউছার মাহদি
বাহুবল উপজেলা ২নং পুটিজুরী ইউনিয়নে অবস্থিত দারুল উলুম শেওড়াতলী নূরানী মাদরাসার নূরানী তৃতীয় শ্রেণীর কেন্দ্রীয় সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদেরকে নগদ অর্থ সহ সম্মাননা ক্রেস্ট ও সংবর্ধনা প্রদান করা হয়েছে।
আজ (২৮ আগস্ট) বৃহস্পতিবার শেওড়াতলী গ্রামের বিশিষ্ট মুরব্বি হাজী লেদু মিয়ার সভাপতিত্বে এবং মাদরাসার শিক্ষা সচিব মাওঃ মুশাহিদ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে এ পুরস্কার (শিক্ষা বৃত্তি) ও সম্মাননা প্রদান করা হয়।
জানাযায় ২০২৫ সালের নূরানী কেন্দ্রীয় পরীক্ষায় এই মাদরাসা থেকে ১১ জন শিক্ষার্থী সমাপনী পরীক্ষায় অংশ গ্রহণ করে ১১জনই ( A+) এ প্লাস অর্জন করে এছাড়াও কেন্দ্রীয় সম্মেলিত মেধা তালিকায় দুইজন শিক্ষার্থী যথাক্রমে ৮ম ১০ম মেধা স্থান অর্জন করেছে।
এই দুইজন মেধাস্থান প্রাপ্ত শিক্ষার্থীকে দশ হাজার টাকা ও বাকি ৯জন এ-প্লাস প্রাপ্ত শিক্ষার্থীকে এক হাজার করে মোট ৯ হাজার এবং শিক্ষা ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় চারজন শিক্ষককে দশ হাজার টাকা সহ মোট ২৯ হাজার টাকার পুরস্কার প্রদান করা হয়েছে।
উল্লেখ যে দারুল উলুম শেওড়াতলী মাদরাসার শিক্ষার্থীরা গত ৪ বছর যাবত ধারাবহিক ভাবে শতভাগ এ প্লাসসহ মেধাস্থান অর্জন করে আসছে।
এবং প্রতি বছরের ন্যায় এবারও সমুদয় পুরস্কার ও শিক্ষা বৃত্তির ব্যায়ভার বহন করেছেন মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম লন্ডন প্রবাসী মাওঃ ফজলুর রহমান দরস।
Reporter Name 












