Dhaka ০৯:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
হিন্দুত্ববাদী উগ্র সংগঠন ইসকন নিষিদ্ধসহ ৬ দফা দাবিতে কুমিল্লায় হেফাজতের বিক্ষোভ মাদরাসাতুল মারওয়াহ’র হিফজ ছাত্রদের সবক সমাপনী উপলক্ষে দোয়া অনুষ্ঠিত ঢাকায় জাসাকের সীরাতুন্নাবী সা. ফেস্টিভ্যাল অনুষ্ঠিত কুমিল্লা মাদরাসায়ে এহসানিয়া দারুল উলূম শাসনগাছার স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন আন্তর্জাতিক খতমে নবুওয়াত মহাসমাবেশ বাস্তবায়নে প্রস্তুতি সভা ফ্যাসিবাদ বিরোধী সর্বদলীয় ঐক্যের যাত্রা ভিপি নুরের ওপর বর্বরোচিত হামলায় নেজামে ইসলাম পার্টির তীব্র নিন্দা মাদরাসাতুল মারওয়াহ’র ৭ম বর্ষপূর্তি অনুষ্ঠিত কুমিল্লা আইডিয়াল মাদরাসায় কৃৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত বাহুবলে শেওড়াতলী নূরানী মাদরাসায় ২৯ হাজার টাকা পুরস্কার ও সম্মানানা প্রদান

ফ্যাসিবাদবিরোধী শক্তির কন্ঠে ফ্যাসিবাদী সুর বেমানান-মাঈনুদ্দীন ওয়াদুদ

ফ্যাসিবাদবিরোধী শক্তির কন্ঠে ফ্যাসিবাদী সুর বেমানান-মাঈনুদ্দীন ওয়াদুদ
গত ১৫ বছর আওয়ামীলীগ যে বিষয়গুলোকে কেন্দ্র করে সারা দেশে ফ্যাসিবাদ কায়েম করেছিলো। বিরোধী মতের মানুষদের ওপর জুলুমের ষ্টিম রোলার চালিয়েছিলো। ঠিক সে বিষয়গুলোই নতুন বন্দোবস্তের স্লোগানে ফেনা তোলা ফ্যাসিবাদবিরোধী শক্তির কন্ঠে ইদানিং উচ্চারিত হচ্ছে উচ্চকন্ঠে।
কারন ও ইন্ধন জানা না গেলেও স্পষ্টতই বুঝা যায় যে, কারো না কারো ফায়দা হাসিল করার জন্যই একটি মজলুম শক্তিকে চাপ সৃষ্টি করে দেশে আরেকটা সংঘাত তৈরির পায়তারা চলছে।
একথা অনস্বীকার্য যে, দেশে অভ্যন্তরিণ দন্ধ উস্কে দিয়ে যারা ভালো থাকতে চায়, তারা বাস্তবে আরেকটা অশান্তি সৃষ্টির পথ তৈরি করছে। সময় থাকতে তাদের বারণ করা দরকার। সমাজ ও রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে ছিটিয়ে আছে যে শক্তি, এমন একটি স্বীকৃত ও প্রতিষ্ঠিত শক্তিকে এতো সহজে বিনাশ করা যায় না। পনেরো বছরেও যা পারেনি ফ্যাসিবাদী শক্তি, তা আপনি পনেরো দিনে কিভাবে পারবেন?
ভাই ভাই মারামারি করা মানে যেমন পারিবারিক শক্তি দুর্বল করা, ঠিক তেমনি রাষ্ট্রের নাগরিকদের পারষ্পরিক দন্ধেও রাষ্ট্রীয় শক্তি বিনাস পায়। সুতরাং যৌক্তিক কোনো বিষয় থাকলে রাষ্ট্রীয় নিয়মে তার সুরাহা করুন। দন্ধ-সংঘাত করে নয়।
সবচেয়ে বড় কথা হলো অভ্যূথান কারো একক শক্তিতে হয়নি। ছাত্র-জনতার সম্মিলিত প্রচেষ্টায় হয়েছে। বিশেষ করে তাদের অংশগ্রহণ ছিলো উল্লেখ করার মতো। এটাই বাস্তবতা ও ইতিহাস, যা চাইলেও আপনি মুছতে পারবেন না। আপনাদের এই ফ্যাসিবাদী সুর তাদেরকে সাময়িক চাপে ফেলবে সর্বোচ্চ, এর চেয়ে বেশি কিছু নয়। সুতরাং, এসব ফাপরবাজী বাদ দিয়ে সঠিক পন্থায় চলুন।
এখন দেশকে শক্তিশালী রুপে গঠন করে প্রতিষ্ঠা ও পরিচিতি পাওয়ার সময়, অর্জিত শক্তি হারানোর সময় নয়। আসুন, সবে মিলে ঐক্য করি, বিষম্যহীন দেশ গড়ি।
About Author Information

Popular Post

হিন্দুত্ববাদী উগ্র সংগঠন ইসকন নিষিদ্ধসহ ৬ দফা দাবিতে কুমিল্লায় হেফাজতের বিক্ষোভ

ফ্যাসিবাদবিরোধী শক্তির কন্ঠে ফ্যাসিবাদী সুর বেমানান-মাঈনুদ্দীন ওয়াদুদ

Update Time : ০১:৩০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
ফ্যাসিবাদবিরোধী শক্তির কন্ঠে ফ্যাসিবাদী সুর বেমানান-মাঈনুদ্দীন ওয়াদুদ
গত ১৫ বছর আওয়ামীলীগ যে বিষয়গুলোকে কেন্দ্র করে সারা দেশে ফ্যাসিবাদ কায়েম করেছিলো। বিরোধী মতের মানুষদের ওপর জুলুমের ষ্টিম রোলার চালিয়েছিলো। ঠিক সে বিষয়গুলোই নতুন বন্দোবস্তের স্লোগানে ফেনা তোলা ফ্যাসিবাদবিরোধী শক্তির কন্ঠে ইদানিং উচ্চারিত হচ্ছে উচ্চকন্ঠে।
কারন ও ইন্ধন জানা না গেলেও স্পষ্টতই বুঝা যায় যে, কারো না কারো ফায়দা হাসিল করার জন্যই একটি মজলুম শক্তিকে চাপ সৃষ্টি করে দেশে আরেকটা সংঘাত তৈরির পায়তারা চলছে।
একথা অনস্বীকার্য যে, দেশে অভ্যন্তরিণ দন্ধ উস্কে দিয়ে যারা ভালো থাকতে চায়, তারা বাস্তবে আরেকটা অশান্তি সৃষ্টির পথ তৈরি করছে। সময় থাকতে তাদের বারণ করা দরকার। সমাজ ও রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে ছিটিয়ে আছে যে শক্তি, এমন একটি স্বীকৃত ও প্রতিষ্ঠিত শক্তিকে এতো সহজে বিনাশ করা যায় না। পনেরো বছরেও যা পারেনি ফ্যাসিবাদী শক্তি, তা আপনি পনেরো দিনে কিভাবে পারবেন?
ভাই ভাই মারামারি করা মানে যেমন পারিবারিক শক্তি দুর্বল করা, ঠিক তেমনি রাষ্ট্রের নাগরিকদের পারষ্পরিক দন্ধেও রাষ্ট্রীয় শক্তি বিনাস পায়। সুতরাং যৌক্তিক কোনো বিষয় থাকলে রাষ্ট্রীয় নিয়মে তার সুরাহা করুন। দন্ধ-সংঘাত করে নয়।
সবচেয়ে বড় কথা হলো অভ্যূথান কারো একক শক্তিতে হয়নি। ছাত্র-জনতার সম্মিলিত প্রচেষ্টায় হয়েছে। বিশেষ করে তাদের অংশগ্রহণ ছিলো উল্লেখ করার মতো। এটাই বাস্তবতা ও ইতিহাস, যা চাইলেও আপনি মুছতে পারবেন না। আপনাদের এই ফ্যাসিবাদী সুর তাদেরকে সাময়িক চাপে ফেলবে সর্বোচ্চ, এর চেয়ে বেশি কিছু নয়। সুতরাং, এসব ফাপরবাজী বাদ দিয়ে সঠিক পন্থায় চলুন।
এখন দেশকে শক্তিশালী রুপে গঠন করে প্রতিষ্ঠা ও পরিচিতি পাওয়ার সময়, অর্জিত শক্তি হারানোর সময় নয়। আসুন, সবে মিলে ঐক্য করি, বিষম্যহীন দেশ গড়ি।