আজ শুক্রবার (৩০ মে) রাজধানীর পুরানা পল্টনের বিগ এপেল রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়েছে দেশের ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজের কেন্দ্রীয় প্রশিক্ষণ কোর্স।
প্রশিক্ষণ কোর্সে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমির ও বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজের সাবেক সভাপতি মাওলানা আব্দুল মাজেদ আতহারী, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার, যুগ্ম মহাসচিব ও ছাত্রসমাজের সাবেক সভাপতি মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, যুগ্ম মহাসচিব ও ছাত্রসমাজের সাবেক সহ-সভাপতি মাওলানা ডাঃ ইলিয়াস খান, সহকারী মহাসচিব ও ছাত্রসমাজের সাবেক সংগঠন সচিব মাওলানা ইয়াসিন হাবিব।
এছাড়াও প্রশিক্ষক হিসেবে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও গবেষক মাওলানা শামসুল হুদা, ইসলামী ছাত্রসমাজের সাবেক সভাপতি মুফতি আতিকুর রহমান সিদ্দিকী, পার্টির ছাত্র বিষয়ক সচিব ও ছাত্রসমাজের সাবেক সহ-সভাপতি মাওলানা হাফেজ আবুল মনজুর, বিশিষ্ট লেখক মাওলানা ইফতেখার জামিল, মাওলানা মাঈনুদ্দিন ওয়াদুদ এবং বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজের বর্তমান সভাপতি বিএম আমির জিহাদী প্রমুখ।
প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারীদের মাঝে আদর্শিক দৃষ্টিভঙ্গি, সাংগঠনিক দক্ষতা এবং জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে ছাত্র রাজনীতির ভূমিকা নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।
অনুষ্ঠান শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে প্রশিক্ষণ কোর্সের সমাপ্তি ঘোষণা করা হয়
Reporter Name 













