নিউজ ডেস্ক | আইডিয়াল টাইমস
তারিখ: ২৬ আগস্ট ২০২৫, মঙ্গলবার
কুমিল্লা জেলা আহলে সুন্নাত ওয়াল জামাত ইমাম পরিষদের উদ্যোগে আগামী ১৩ সেপ্টেম্বর ২০২৫, শনিবার ঐতিহাসিক কুমিল্লা টাউন ময়দানে অনুষ্ঠিতব্য সিরাতুন্নবী (সা.) মাহফিল সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে নগরীর ভিক্টোরিয়া কলেজ রোডস্থ গোল্ডেন স্পুন রেস্টুরেন্টে এ সভার আয়োজন করা হয়। সভায় মাহফিলকে সাফল্যমণ্ডিত করতে করণীয় পরিকল্পনা ও বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বক্তারা বলেন, “সিরাতুন্নবী (সা.) মাহফিল কেবল ধর্মীয় অনুষ্ঠান নয়; এটি সমাজে নৈতিকতা, ভ্রাতৃত্ব, শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ মাধ্যম। তাই সর্বস্তরের মানুষের অংশগ্রহণের মাধ্যমে মাহফিলকে মহাসমারোহে সফল করতে হবে।”
সভায় কুমিল্লা জেলা আহলে সুন্নাত ওয়াল জামাত ইমাম পরিষদের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন স্তরের আলেম-ওলামা, শিক্ষক ও সমাজের বিশিষ্টজন উপস্থিত ছিলেন।
Reporter Name 













