নিজস্ব প্রতিবেদক | হবিগন্জ জেলা
আইডিয়াল টাইমস
বাহুবল, ২ আগস্ট ২০২৫
বাহুবলে ২০২৪ সালে অনুষ্ঠিত “আলোর দিশারী শিক্ষা বৃত্তি” পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে সনদপত্র, ক্রেস্ট ও স্কুল ব্যাগ প্রদান করা হয়েছে।
শনিবার (২ আগস্ট) সকাল ১০টায় পুটিজুরী শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহুবল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ গিয়াস উদ্দিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ রুবেল মিয়া এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মৃনাল কান্দি চন্দ্র ও সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. জসিম উদ্দীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
মো. ছানোয়ার হোসেন,
মাওলানা আব্দুল হান্নান সিদ্দিকী,
ফতেহপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের তালুকদার,
পুটিজুরী শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন চন্দ্র পাল,
সংগঠনের উপদেষ্টা মো. আব্দুল আজিজ ও ইমাম শরীফ চৌধুরী জুয়েল।
২০২৪ সালের বৃত্তি পরীক্ষায় মোট ২৫৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ১৭ জন ট্যালেন্টপুল ও ৫১ জন সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করে।
অনুষ্ঠানে উত্তীর্ণ মোট ৬৮ জন শিক্ষার্থীকে সনদপত্র, সম্মাননা ক্রেস্ট ও স্কুল ব্যাগ প্রদান করা হয়।
বক্তারা “আলোর দিশারী শিক্ষা বৃত্তি” সংগঠনের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
— আইডিয়াল টাইমস
কাউছার হামিদ 










