স্টাফ রিপোর্টার, আইডিয়াল টাইমস
ঢাকা, ১৮ আগস্ট ২০২৫:
রাজধানীর ফকিরাপুলে হোটেল সেন্ট্রাল ইনে গত ১৫ আগষ্ট শুক্রবার অনুষ্ঠিত হলো আল মাহির স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট আয়োজিত দিনব্যাপী বিশেষ শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা “Mastering the Art of Teaching” সিরিজের স্পেশাল সেশন।
কর্মশালায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শিক্ষক, পরিচালক ও মুহতামিমগণ অংশগ্রহণ করেন। প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন আল মাহির স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের প্রধান প্রশিক্ষক মাওলানা এইচ. এম. রায়হানুল কাবির। সহ-প্রশিক্ষক ছিলেন ইনস্টিটিউটের সিনিয়র প্রশিক্ষক জনাব এম. এ. কাইয়ুম এবং ব্লু স্পেস আইটির হেড অফ সেলস জনাব আরমান হোসাইন।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন নিদাউল কুরআন ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা শহিদুল ইসলাম ও বিশিষ্ট মানবসেবক জনাব তানভির সিরাজ। এ ছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী জনাব আজহারুল ইসলাম নোমানি সহ অন্যান্য গুণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী বক্তব্য প্রদান করেন ক্যারিয়ার বাংলাদেশের চেয়ারম্যান জনাব মুফতী আফজাল হোসাইন।
উল্লেখ্য, আগামী ৪ অক্টোবর ২০২৫, শনিবার, রাজধানীর মিরপুর-১ এ বাবুলস মল্লিক টাওয়ার রিসোর্টে অনুষ্ঠিত হবে পরিচালক প্রশিক্ষণ কর্মশালা “সফল পরিচালক হবেন কীভাবে?”।
Reporter Name 












