Dhaka ১২:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
হিন্দুত্ববাদী উগ্র সংগঠন ইসকন নিষিদ্ধসহ ৬ দফা দাবিতে কুমিল্লায় হেফাজতের বিক্ষোভ মাদরাসাতুল মারওয়াহ’র হিফজ ছাত্রদের সবক সমাপনী উপলক্ষে দোয়া অনুষ্ঠিত ঢাকায় জাসাকের সীরাতুন্নাবী সা. ফেস্টিভ্যাল অনুষ্ঠিত কুমিল্লা মাদরাসায়ে এহসানিয়া দারুল উলূম শাসনগাছার স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন আন্তর্জাতিক খতমে নবুওয়াত মহাসমাবেশ বাস্তবায়নে প্রস্তুতি সভা ফ্যাসিবাদ বিরোধী সর্বদলীয় ঐক্যের যাত্রা ভিপি নুরের ওপর বর্বরোচিত হামলায় নেজামে ইসলাম পার্টির তীব্র নিন্দা মাদরাসাতুল মারওয়াহ’র ৭ম বর্ষপূর্তি অনুষ্ঠিত কুমিল্লা আইডিয়াল মাদরাসায় কৃৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত বাহুবলে শেওড়াতলী নূরানী মাদরাসায় ২৯ হাজার টাকা পুরস্কার ও সম্মানানা প্রদান

কীভাবে বুঝবেন? বিপদ: রহমত না আজাব

  • Reporter Name
  • Update Time : ০৯:৩৩:০৫ পূর্বাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
  • ৯১ Time View

সুর সৈনিক

 

বিপদ – এ যেন রহমত !!
_________
.
দুনিয়ায় মানুষ কমবেশি কোনো না কোনো বিপদ, মসিবত ও পেরেশানিতে পড়ে। এটা নতুন কিছু নয়। পূর্ব যুগেও বিপদ ছিল এখনও আছে। তবে মানুষের এমন বিপদাপদ থেকে মুক্তি লাভের উপায় হিসেবে শেষ নবী হজরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) উম্মতকে বিভিন্ন সময় বিভিন্ন দোয়া শিখিয়েছেন।
.
যা পবিত্র কোরআনে কারিম ও হাদিসে বর্ণিত আছে। সেখান থেকে কিছু ছোট ও উপকারী দোয়া উল্লেখ করা হলো —
.
.
❒ দোয়া (১) :
_________
.
হজরত সাদ ইবনে আবী ওয়াক্কাস (রা.) থেকে বর্ণিত, নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) দুঃখ-কষ্টের সময় বলতেন – ‘লা-ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজজোয়ালিমিন।’
.
অর্থ : একমাত্র তুমি ছাড়া কোনো মাবুদ নেই। তোমার পবিত্রতা বর্ণনা করছি। নিশ্চয় আমি সীমা লঙ্ঘনকারী। [জামে তিরমিজি, হাদিস – ৩৫০০]
.
উল্লেখিত দোয়াটি পবিত্র কোরআনে কারিমে উল্লেখিত একটি দোয়া। এই দোয়াটি আমাদের সমাজে ‘দোয়া ইউনুস’ নামে বেশি প্রসিদ্ধ ও বহুল পঠিত। বিজ্ঞ আলেমরা বলে থাকেন – এই দোয়া যে যত বেশি পড়বে আল্লাহ (সুবাহানাহু ওয়া তা’আলা) তাকে বিভিন্ন বিপদ-আপদ থেকে রক্ষা করবেন, কেউ বিপদে পতিত থাকলে আল্লাহ (সুবাহানাহু ওয়া তা’আলা) তাকে বিপদ থেকে সহজ করে দেবেন।
.
এই দোয়াটি হজরত ইউনুস (আ.) ও হজরত আইয়ুব (আ.) সহ প্রত্যেক নবী-রাসূলগনও বেশি বেশি পাঠ করেছেন। এই দোয়া ছাড়াও আরও বেশ কিছু দোয়া রয়েছে, যেগুলোর পাঠে মানুষ অনেক ফজিলতের অধিকারী হয়, সৌভাগ্যের অধিকারী হয়।
.
.
❒ দোয়া (২) :
_________
.
তেমনি আরেকটি দোয়া হাদিসে বর্ণিত হয়েছে। ইরশাদ হচ্ছে, হজরত আসমা বিনতে ওমাইর (রা.) থেকে বর্ণিত, নবী করিম (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন – আমি কি তোমাকে এমন কিছু শিখিয়ে দিবো না – যা তুমি দুশ্চিন্তা ও পেরেশানির মধ্যে পড়বে। আর তা হচ্ছে —
.
‘আল্লাহু আল্লাহ- রাব্বী লা উশরিকু বিহি শাইয়া।’
অর্থ : আল্লাহই আল্লাহ আমার প্রতিপালক। আমি তার সঙ্গে কোনো কিছু শরিক করি না। [সুনানে আবু দাউদ, হাদিস – ১৫২৫]
.
.
❒ দোয়া (৩) :
_________
.
আরেক হাদিসে বর্ণিত হয়েছে, হজরত আনাস (রা.) থেকে বর্ণিত, নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন – ‘আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জায়ালতাহু সাহলান, ওয়া আনতা তাজআলুল হুযনা সাহলান ইযা শিইতা।’
.
অর্থ : হে আল্লাহ! কোনো বিষয় সহজ নয়। হ্যাঁ, যাকে তুমি সহজ করে দাও। যখন তুমি চাও তখন তুমি মুশকিলকে সহজ করে দাও। [সহিহ ইবনে হিব্বান, হাদিস – ৯৭৪]
.
.
❒ দোয়া (৪) :
_________
.
কোনো মুসিবতে পতিত ব্যক্তির নিম্নোক্ত দুয়াটিও পড়তে পারেন,
.
إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ، اللَّهُمَّ أْجُرْنِي فِي مُصِيبَتِي، وَأَخْلِفْ لِي خَيْرًا مِنْهَا
.
উচ্চারণ – ইন্না লিল্লা-হি ওয়া ইন্না ইলাইহি রাজি‘উন। আল্লা-হুম্মা আজুরনী ফী মুসীবাতী ওয়াখলুফ লী খাইরাম মিনহা।
.
ভাবার্থ – আমরা তো আল্লাহ্‌রই। আর নিশ্চয় আমরা তাঁর দিকেই প্রত্যাবর্তনকারী। হে আল্লাহ! আমাকে আমার বিপদে সওয়াব দিন এবং আমার জন্য তার চেয়েও উত্তম কিছু স্থলাভিষিক্ত করে দিন। [সহীহ মুসলিম ২/৬৩২, নং ৯১৮]
_________
.
.
যদি আমরা এ জাতীয় ছোট ছোট দোয়া বেশি বেশি পাঠ করি এবং নিজেদের অভ্যাসে পরিণত করি তাহলে আশা করা যায় মহান আল্লাহ (সুবাহানাহু ওয়া তা’আলা) আমাদের সব ধরনের বিপদ-আপদ থেকে রক্ষা করবেন।
.
বিপদ-আপদ হচ্ছে মুমিনের জন্য আল্লাহ তা’আলা পক্ষ থেকে রহমত ও বরকতের কারন। আল্লাহ আমাদের বিপদে উত্তম সবর করার তৌফিক দান করুন – আমীন!!
▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂
.
লেখাঃ মুহাম্মদ রচি আহমেদ (আল্লাহ্‌ তাকে উত্তম প্রতিদান দান করুন!)

About Author Information

Popular Post

হিন্দুত্ববাদী উগ্র সংগঠন ইসকন নিষিদ্ধসহ ৬ দফা দাবিতে কুমিল্লায় হেফাজতের বিক্ষোভ

কীভাবে বুঝবেন? বিপদ: রহমত না আজাব

Update Time : ০৯:৩৩:০৫ পূর্বাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫

 

বিপদ – এ যেন রহমত !!
_________
.
দুনিয়ায় মানুষ কমবেশি কোনো না কোনো বিপদ, মসিবত ও পেরেশানিতে পড়ে। এটা নতুন কিছু নয়। পূর্ব যুগেও বিপদ ছিল এখনও আছে। তবে মানুষের এমন বিপদাপদ থেকে মুক্তি লাভের উপায় হিসেবে শেষ নবী হজরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) উম্মতকে বিভিন্ন সময় বিভিন্ন দোয়া শিখিয়েছেন।
.
যা পবিত্র কোরআনে কারিম ও হাদিসে বর্ণিত আছে। সেখান থেকে কিছু ছোট ও উপকারী দোয়া উল্লেখ করা হলো —
.
.
❒ দোয়া (১) :
_________
.
হজরত সাদ ইবনে আবী ওয়াক্কাস (রা.) থেকে বর্ণিত, নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) দুঃখ-কষ্টের সময় বলতেন – ‘লা-ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজজোয়ালিমিন।’
.
অর্থ : একমাত্র তুমি ছাড়া কোনো মাবুদ নেই। তোমার পবিত্রতা বর্ণনা করছি। নিশ্চয় আমি সীমা লঙ্ঘনকারী। [জামে তিরমিজি, হাদিস – ৩৫০০]
.
উল্লেখিত দোয়াটি পবিত্র কোরআনে কারিমে উল্লেখিত একটি দোয়া। এই দোয়াটি আমাদের সমাজে ‘দোয়া ইউনুস’ নামে বেশি প্রসিদ্ধ ও বহুল পঠিত। বিজ্ঞ আলেমরা বলে থাকেন – এই দোয়া যে যত বেশি পড়বে আল্লাহ (সুবাহানাহু ওয়া তা’আলা) তাকে বিভিন্ন বিপদ-আপদ থেকে রক্ষা করবেন, কেউ বিপদে পতিত থাকলে আল্লাহ (সুবাহানাহু ওয়া তা’আলা) তাকে বিপদ থেকে সহজ করে দেবেন।
.
এই দোয়াটি হজরত ইউনুস (আ.) ও হজরত আইয়ুব (আ.) সহ প্রত্যেক নবী-রাসূলগনও বেশি বেশি পাঠ করেছেন। এই দোয়া ছাড়াও আরও বেশ কিছু দোয়া রয়েছে, যেগুলোর পাঠে মানুষ অনেক ফজিলতের অধিকারী হয়, সৌভাগ্যের অধিকারী হয়।
.
.
❒ দোয়া (২) :
_________
.
তেমনি আরেকটি দোয়া হাদিসে বর্ণিত হয়েছে। ইরশাদ হচ্ছে, হজরত আসমা বিনতে ওমাইর (রা.) থেকে বর্ণিত, নবী করিম (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন – আমি কি তোমাকে এমন কিছু শিখিয়ে দিবো না – যা তুমি দুশ্চিন্তা ও পেরেশানির মধ্যে পড়বে। আর তা হচ্ছে —
.
‘আল্লাহু আল্লাহ- রাব্বী লা উশরিকু বিহি শাইয়া।’
অর্থ : আল্লাহই আল্লাহ আমার প্রতিপালক। আমি তার সঙ্গে কোনো কিছু শরিক করি না। [সুনানে আবু দাউদ, হাদিস – ১৫২৫]
.
.
❒ দোয়া (৩) :
_________
.
আরেক হাদিসে বর্ণিত হয়েছে, হজরত আনাস (রা.) থেকে বর্ণিত, নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন – ‘আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জায়ালতাহু সাহলান, ওয়া আনতা তাজআলুল হুযনা সাহলান ইযা শিইতা।’
.
অর্থ : হে আল্লাহ! কোনো বিষয় সহজ নয়। হ্যাঁ, যাকে তুমি সহজ করে দাও। যখন তুমি চাও তখন তুমি মুশকিলকে সহজ করে দাও। [সহিহ ইবনে হিব্বান, হাদিস – ৯৭৪]
.
.
❒ দোয়া (৪) :
_________
.
কোনো মুসিবতে পতিত ব্যক্তির নিম্নোক্ত দুয়াটিও পড়তে পারেন,
.
إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ، اللَّهُمَّ أْجُرْنِي فِي مُصِيبَتِي، وَأَخْلِفْ لِي خَيْرًا مِنْهَا
.
উচ্চারণ – ইন্না লিল্লা-হি ওয়া ইন্না ইলাইহি রাজি‘উন। আল্লা-হুম্মা আজুরনী ফী মুসীবাতী ওয়াখলুফ লী খাইরাম মিনহা।
.
ভাবার্থ – আমরা তো আল্লাহ্‌রই। আর নিশ্চয় আমরা তাঁর দিকেই প্রত্যাবর্তনকারী। হে আল্লাহ! আমাকে আমার বিপদে সওয়াব দিন এবং আমার জন্য তার চেয়েও উত্তম কিছু স্থলাভিষিক্ত করে দিন। [সহীহ মুসলিম ২/৬৩২, নং ৯১৮]
_________
.
.
যদি আমরা এ জাতীয় ছোট ছোট দোয়া বেশি বেশি পাঠ করি এবং নিজেদের অভ্যাসে পরিণত করি তাহলে আশা করা যায় মহান আল্লাহ (সুবাহানাহু ওয়া তা’আলা) আমাদের সব ধরনের বিপদ-আপদ থেকে রক্ষা করবেন।
.
বিপদ-আপদ হচ্ছে মুমিনের জন্য আল্লাহ তা’আলা পক্ষ থেকে রহমত ও বরকতের কারন। আল্লাহ আমাদের বিপদে উত্তম সবর করার তৌফিক দান করুন – আমীন!!
▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂
.
লেখাঃ মুহাম্মদ রচি আহমেদ (আল্লাহ্‌ তাকে উত্তম প্রতিদান দান করুন!)