Dhaka ১১:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
হিন্দুত্ববাদী উগ্র সংগঠন ইসকন নিষিদ্ধসহ ৬ দফা দাবিতে কুমিল্লায় হেফাজতের বিক্ষোভ মাদরাসাতুল মারওয়াহ’র হিফজ ছাত্রদের সবক সমাপনী উপলক্ষে দোয়া অনুষ্ঠিত ঢাকায় জাসাকের সীরাতুন্নাবী সা. ফেস্টিভ্যাল অনুষ্ঠিত কুমিল্লা মাদরাসায়ে এহসানিয়া দারুল উলূম শাসনগাছার স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন আন্তর্জাতিক খতমে নবুওয়াত মহাসমাবেশ বাস্তবায়নে প্রস্তুতি সভা ফ্যাসিবাদ বিরোধী সর্বদলীয় ঐক্যের যাত্রা ভিপি নুরের ওপর বর্বরোচিত হামলায় নেজামে ইসলাম পার্টির তীব্র নিন্দা মাদরাসাতুল মারওয়াহ’র ৭ম বর্ষপূর্তি অনুষ্ঠিত কুমিল্লা আইডিয়াল মাদরাসায় কৃৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত বাহুবলে শেওড়াতলী নূরানী মাদরাসায় ২৯ হাজার টাকা পুরস্কার ও সম্মানানা প্রদান
মেহমেদ আল ফাতিহের দূরদর্শিতা ও এক রাতের বিজয়ের বিপরীতে বর্তমান প্রজন্মের আত্মপরিচয়ের সংকট

এক রাতের বিজয়: মেহমেদ আল ফাতিহ বনাম আমাদের তরুণ প্রজন্ম”

  • Reporter Name
  • Update Time : ০৭:৪৮:০৪ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫
  • ১০২ Time View

ফাইল ছবি

৬০০ বছর আগে, মাত্র ২১ বছরের এক যুবক এমন এক কৌশল নিয়েছিলেন, যা ইতিহাসের গতি বদলে দেয়।
তিনি আর কেউ নন—মেহমেদ আল ফাতিহ।

যখন বাইজেন্টাইনদের দুর্গ ‘কনস্টান্টিনোপল’ ছিল বিশ্বের সবচেয়ে দুর্গম নগরী, তখন তিনি এক রাতেই প্রায় ৫০টি যুদ্ধজাহাজ পাহাড়ি পথ দিয়ে টেনে নিয়ে গিয়ে গোল্ডেন হর্ণ উপসাগরে নামিয়ে দেন।
এই অপ্রত্যাশিত পদক্ষেপে ধসে পড়ে শতাব্দীর পর শতাব্দী ধরে অপ্রতিরোধ্য বলে বিবেচিত নগরীটি।

তুর্কি ভাষায় একটি প্রবচন আছে—
“যখন দেখবে জাহাজ পাহাড় পাড়ি দিচ্ছে, তখন বুঝবে দূর্গের পতন অবশ্যম্ভাবী।”

এই প্রবাদটি মেহমেদ আল ফাতিহের সেই রাতের সিদ্ধান্তের প্রতীক।
তিনি কেবল সামরিক জ্ঞানেই নয়, নেতৃত্ব, আত্মবিশ্বাস ও দূরদর্শিতার প্রতিও ছিলেন অতুলনীয়।

আজকের বাস্তবতায় ফিরে আসা যাক

আজ আমাদের সমাজে একুশ বছরের তরুণেরা কী করছে?

প্রেম, স্ক্রলিং, ঘোরাঘুরি, গেইমিং—সবশেষে একরাশ হতাশা।
নিজেকে গড়ার চিন্তা নেই, দায়িত্বের অনুভব নেই, জীবনের লক্ষ্য অস্পষ্ট।

সমস্যা শুধু ব্যক্তিগত নয়, এটি প্রজন্মগত সংকট।
এক সময় পুরুষ মানে ছিল সাহস, ত্যাগ, নেতৃত্ব ও দায়িত্ব।
আজ সেই সংজ্ঞায় ঘোলাটে হয়ে উঠেছে—অনেকে নিজের জেন্ডার পরিচয় নিয়েই দ্বিধায়।

ইতিহাস আমাদের কী শেখায়?

ইতিহাস সাক্ষ্য দেয়—তরুণরাই ইতিহাস বদলায়।
সালাহউদ্দিন আইয়ুবী, আলপ আরসালান, কিংবা মেহমেদ আল ফাতিহ—তাঁরা কিশোর বয়সেই নেতৃত্বের গুণে উজ্জ্বল হয়ে উঠেছিলেন।

তারা শুধুমাত্র যুদ্ধ জয় করেননি—ভবিষ্যৎ প্রজন্মকে একটি আদর্শও দিয়ে গেছেন।

আমাদের দরকার একটি জাগরণ

আজ আমাদের দরকার এমন তরুণ,
যে নিজের সীমাবদ্ধতা বুঝে কাজ শুরু করে।
যে নিজের জীবনের লক্ষ্য নির্ধারণে সচেষ্ট,
যে নায়ক হতে চায় রিল ভিডিওতে নয়, বরং বাস্তব জীবনে।

আপনি মেহমেদ, সালাহউদ্দিন, আলপ আরসালানদের উত্তরসূরি।
নিজেকে গড়ুন, নিজেকে চিনুন—তবে আপনাকে আর কারো সামনে মাথা নত করতে হবে না।

শেষ কথন:

ইতিহাস শুধু গর্বের কাহিনি নয়—এটি দায়িত্বের ডাক।
যদি আপনি একরাতেই পাহাড় টপকে জাহাজ নামানোর সাহস রাখেন,
তবে এই পৃথিবী একদিন আপনাকে অভিবাদন জানাবেই।

Tag :
About Author Information

Popular Post

হিন্দুত্ববাদী উগ্র সংগঠন ইসকন নিষিদ্ধসহ ৬ দফা দাবিতে কুমিল্লায় হেফাজতের বিক্ষোভ

মেহমেদ আল ফাতিহের দূরদর্শিতা ও এক রাতের বিজয়ের বিপরীতে বর্তমান প্রজন্মের আত্মপরিচয়ের সংকট

এক রাতের বিজয়: মেহমেদ আল ফাতিহ বনাম আমাদের তরুণ প্রজন্ম”

Update Time : ০৭:৪৮:০৪ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫

৬০০ বছর আগে, মাত্র ২১ বছরের এক যুবক এমন এক কৌশল নিয়েছিলেন, যা ইতিহাসের গতি বদলে দেয়।
তিনি আর কেউ নন—মেহমেদ আল ফাতিহ।

যখন বাইজেন্টাইনদের দুর্গ ‘কনস্টান্টিনোপল’ ছিল বিশ্বের সবচেয়ে দুর্গম নগরী, তখন তিনি এক রাতেই প্রায় ৫০টি যুদ্ধজাহাজ পাহাড়ি পথ দিয়ে টেনে নিয়ে গিয়ে গোল্ডেন হর্ণ উপসাগরে নামিয়ে দেন।
এই অপ্রত্যাশিত পদক্ষেপে ধসে পড়ে শতাব্দীর পর শতাব্দী ধরে অপ্রতিরোধ্য বলে বিবেচিত নগরীটি।

তুর্কি ভাষায় একটি প্রবচন আছে—
“যখন দেখবে জাহাজ পাহাড় পাড়ি দিচ্ছে, তখন বুঝবে দূর্গের পতন অবশ্যম্ভাবী।”

এই প্রবাদটি মেহমেদ আল ফাতিহের সেই রাতের সিদ্ধান্তের প্রতীক।
তিনি কেবল সামরিক জ্ঞানেই নয়, নেতৃত্ব, আত্মবিশ্বাস ও দূরদর্শিতার প্রতিও ছিলেন অতুলনীয়।

আজকের বাস্তবতায় ফিরে আসা যাক

আজ আমাদের সমাজে একুশ বছরের তরুণেরা কী করছে?

প্রেম, স্ক্রলিং, ঘোরাঘুরি, গেইমিং—সবশেষে একরাশ হতাশা।
নিজেকে গড়ার চিন্তা নেই, দায়িত্বের অনুভব নেই, জীবনের লক্ষ্য অস্পষ্ট।

সমস্যা শুধু ব্যক্তিগত নয়, এটি প্রজন্মগত সংকট।
এক সময় পুরুষ মানে ছিল সাহস, ত্যাগ, নেতৃত্ব ও দায়িত্ব।
আজ সেই সংজ্ঞায় ঘোলাটে হয়ে উঠেছে—অনেকে নিজের জেন্ডার পরিচয় নিয়েই দ্বিধায়।

ইতিহাস আমাদের কী শেখায়?

ইতিহাস সাক্ষ্য দেয়—তরুণরাই ইতিহাস বদলায়।
সালাহউদ্দিন আইয়ুবী, আলপ আরসালান, কিংবা মেহমেদ আল ফাতিহ—তাঁরা কিশোর বয়সেই নেতৃত্বের গুণে উজ্জ্বল হয়ে উঠেছিলেন।

তারা শুধুমাত্র যুদ্ধ জয় করেননি—ভবিষ্যৎ প্রজন্মকে একটি আদর্শও দিয়ে গেছেন।

আমাদের দরকার একটি জাগরণ

আজ আমাদের দরকার এমন তরুণ,
যে নিজের সীমাবদ্ধতা বুঝে কাজ শুরু করে।
যে নিজের জীবনের লক্ষ্য নির্ধারণে সচেষ্ট,
যে নায়ক হতে চায় রিল ভিডিওতে নয়, বরং বাস্তব জীবনে।

আপনি মেহমেদ, সালাহউদ্দিন, আলপ আরসালানদের উত্তরসূরি।
নিজেকে গড়ুন, নিজেকে চিনুন—তবে আপনাকে আর কারো সামনে মাথা নত করতে হবে না।

শেষ কথন:

ইতিহাস শুধু গর্বের কাহিনি নয়—এটি দায়িত্বের ডাক।
যদি আপনি একরাতেই পাহাড় টপকে জাহাজ নামানোর সাহস রাখেন,
তবে এই পৃথিবী একদিন আপনাকে অভিবাদন জানাবেই।