কুমিল্লা, ১৮ জুলাই ২০২৫ আইডিয়াল টাইমস
ছায়াস্নিগ্ধ ও বাসযোগ্য গ্রাম গড়ার প্রত্যয়ে ঝাকুনীপাড়া বয়েজ ক্লাব আয়োজন করে এক ব্যতিক্রমী উদ্যোগ বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৫।
আজ শুক্রবার, মধ্যম ঝাকুনীপাড়ায় অনুষ্ঠিত এই কর্মসূচিতে ক্লাবের সদস্যরা স্থানীয় ১৫০টি পরিবারে ফলজ ও বনজ গাছ বিতরণ ও রোপণ করে।
প্রকৃতি সংরক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচির সহযোগিতায় ছিলেন ঝাকুনীপাড়া গ্রামের প্রবাসী সদস্যরা। ক্লাবের প্রধান উপদেষ্টা, কিডনি বিশেষজ্ঞ ও সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ জহির উদ্দিন সার্বিকভাবে পাশে ছিলেন অর্থায়ন ও উৎসাহ নিয়ে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব কুমিল্লা ভিক্টোরিয়ার সাবেক সভাপতি ও এক্স-রোটার্যাক্টর আবদুল্লাহিল বাকী।
কর্মসূচির উদ্বোধন করেন সিনজেনটা কোম্পানির সেলস প্রমোশনাল অফিসার ও কৃষি কর্মকর্তা জনাব খোরশেদ আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ও রোটার্যাক্ট ক্লাব অব কুমিল্লা মেঘনার সচিব Rotaractor সাগর দেব, সমাজসেবক আলী মিয়া ,সমাজসেবক আলম সর্দার।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ক্লাব উপদেষ্টা মমতাজ উদ্দিন আহমেদ।
ক্লাব সভাপতি আব্দুল কাদের এবং অন্যান্য সদস্যদের উপস্থিতিতে অতিথিবৃন্দ অনুষ্ঠানে একটি করে গাছ রোপণ করেন, যা ছিল পরিবেশবান্ধব উদ্যোগের প্রতীকী উদ্বোধন।
অনুষ্ঠান শেষে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, “এই কর্মসূচি শুধু গাছ লাগানো নয়, বরং পরিবেশ সচেতনতা ও সামাজিক সম্প্রীতির এক সুন্দর দৃষ্টান্ত।”
প্রতিবেদন: আইডিয়াল টাইমস কুমিল্লা প্রতিনিধি
Reporter Name 















