ঢাকা, ১ জুলাই ২০২৫: ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি সাখাওয়াত হোসাইন রাজী বলেছেন, দেশের ইসলামি দলসমূহের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য এবং সদ্ভাবনার যে ধারা তৈরি হয়েছে, তা নিঃসন্দেহে একটি আশাব্যঞ্জক রাজনৈতিক পরিবেশের ইঙ্গিত দেয়। তিনি বলেন, যদিও পূর্ণাঙ্গ জোট এখনও বাস্তবায়িত হয়নি, তবুও একটি কার্যকর সমঝোতার পথ তৈরি হচ্ছে, যা আগামী নির্বাচনে দৃশ্যমান হতে পারে।
মুফতি রাজী আরও বলেন, “জোট গঠন প্রশংসনীয় হলেও জোট ভাঙন অত্যন্ত ক্ষতিকর। সুদূরপ্রসারী পরিকল্পনা, প্রজ্ঞা ও নিষ্ঠা ছাড়া এ ধারা বজায় রাখা সম্ভব নয়।”
তিনি বর্তমান নির্বাচনী ব্যবস্থার সীমাবদ্ধতার কথাও উল্লেখ করে বলেন, যদি প্রোপরশনাল রিপ্রেজেন্টেশন (PR) ব্যবস্থা চালু হয়, তবে রাজনৈতিক ঐক্যের কাঠামো নতুন দৃষ্টিকোণ পাবে।
শেষে তিনি সকল ইসলামী দলের প্রতি আহ্বান জানান—দ্বীনের স্বার্থে ভ্রাতৃত্ব, দায়িত্ববোধ ও দূরদৃষ্টির আলোকে সামনে এগিয়ে আসার জন্য।
Reporter Name 










