Dhaka ১০:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
হিন্দুত্ববাদী উগ্র সংগঠন ইসকন নিষিদ্ধসহ ৬ দফা দাবিতে কুমিল্লায় হেফাজতের বিক্ষোভ মাদরাসাতুল মারওয়াহ’র হিফজ ছাত্রদের সবক সমাপনী উপলক্ষে দোয়া অনুষ্ঠিত ঢাকায় জাসাকের সীরাতুন্নাবী সা. ফেস্টিভ্যাল অনুষ্ঠিত কুমিল্লা মাদরাসায়ে এহসানিয়া দারুল উলূম শাসনগাছার স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন আন্তর্জাতিক খতমে নবুওয়াত মহাসমাবেশ বাস্তবায়নে প্রস্তুতি সভা ফ্যাসিবাদ বিরোধী সর্বদলীয় ঐক্যের যাত্রা ভিপি নুরের ওপর বর্বরোচিত হামলায় নেজামে ইসলাম পার্টির তীব্র নিন্দা মাদরাসাতুল মারওয়াহ’র ৭ম বর্ষপূর্তি অনুষ্ঠিত কুমিল্লা আইডিয়াল মাদরাসায় কৃৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত বাহুবলে শেওড়াতলী নূরানী মাদরাসায় ২৯ হাজার টাকা পুরস্কার ও সম্মানানা প্রদান
রাফাহ সীমান্ত খুলে দেওয়ার আহ্বানে বিশ্বব্যাপী মানবিক আওয়াজ

গাজায় মানবিক সংকটের প্রতিবাদে ইউরোপজুড়ে মিশরীয় দূতাবাসের সামনে বিক্ষোভ

  • Reporter Name
  • Update Time : ০১:৩৬:২৩ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
  • ২২ Time View

আন্তর্জাতিক ডেস্ক | ২৭ জুলাই ২০২৫ | আইডিয়াল টাইমস

গাজায় চলমান ইসরায়েলি হামলার ফলে সৃষ্ট দুর্ভিক্ষ ও মানবিক বিপর্যয়ের প্রতিবাদে ইউরোপের বিভিন্ন দেশে মিশরীয় দূতাবাসগুলোর সামনে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভকারীরা অবিলম্বে রাফাহ সীমান্ত খুলে দেওয়ার দাবি জানিয়েছেন, যাতে গাজার জনগণের কাছে খাদ্য, ওষুধ ও জরুরি সহায়তা পৌঁছানো সম্ভব হয়।

রবিবার (২৭ জুলাই) ডেইলি ইসলাম সূত্রে জানা গেছে, লেবাননের রাজধানী বৈরুতে হাজার হাজার মানুষ মিশরের দূতাবাসের সামনে জড়ো হয়ে মিছিল করেন। তাঁরা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান যেন গাজায় যুদ্ধ বন্ধ করে মানবিক সহায়তা পৌঁছানোর পথ নিশ্চিত করা হয়।

একই দাবিতে ইউরোপের আরও কয়েকটি শহরে বিক্ষোভ হয়েছে। ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে বিক্ষোভকারীরা মিশরীয় দূতাবাসের মূল ফটকে লাল রঙের স্প্রে করেন, যা গাজায় রক্তপাতের প্রতীক হিসেবে বিবেচিত হয়।

নেদারল্যান্ডসের দ্য হেগ, জার্মানির হামবুর্গ এবং ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনেও ফিলিস্তিনপন্থি আন্দোলনকারীরা মিছিল করেন। এসব শহরের মিশরীয় দূতাবাসগুলোর সামনে ফিলিস্তিনি পতাকা ও ব্যানার নিয়ে রাফাহ সীমান্ত খুলে দেওয়ার দাবিতে স্লোগান দেন বিক্ষোভকারীরা।

কোপেনহেগেনে উত্তেজনা বেড়ে যাওয়ায় মিশরের দূতাবাস সাময়িকভাবে তাদের দরজা বন্ধ করে দেয়।

বিক্ষোভকারীদের অভিযোগ, রাফাহ সীমান্ত দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় গাজার জনগণের জন্য খাদ্য, ওষুধ ও অন্যান্য জরুরি সামগ্রীর প্রবেশ কার্যত বন্ধ হয়ে গেছে। এতে করে সেখানে এক চরম মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, গাজার সঙ্গে বাইরের বিশ্বের একমাত্র প্রবেশদ্বার হলো মিশরের রাফাহ সীমান্ত। তবে ইসরায়েলি অবরোধ এবং মিশরের কঠোর নীতির কারণে দীর্ঘদিন ধরে সীমান্তটি কার্যত বন্ধ রয়েছে।

উৎস: Daily Islam, স্থানীয় সংবাদ সংস্থা ও মানবাধিকার সংগঠনের প্রতিবেদন


Tag :
About Author Information

Popular Post

হিন্দুত্ববাদী উগ্র সংগঠন ইসকন নিষিদ্ধসহ ৬ দফা দাবিতে কুমিল্লায় হেফাজতের বিক্ষোভ

রাফাহ সীমান্ত খুলে দেওয়ার আহ্বানে বিশ্বব্যাপী মানবিক আওয়াজ

গাজায় মানবিক সংকটের প্রতিবাদে ইউরোপজুড়ে মিশরীয় দূতাবাসের সামনে বিক্ষোভ

Update Time : ০১:৩৬:২৩ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক | ২৭ জুলাই ২০২৫ | আইডিয়াল টাইমস

গাজায় চলমান ইসরায়েলি হামলার ফলে সৃষ্ট দুর্ভিক্ষ ও মানবিক বিপর্যয়ের প্রতিবাদে ইউরোপের বিভিন্ন দেশে মিশরীয় দূতাবাসগুলোর সামনে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভকারীরা অবিলম্বে রাফাহ সীমান্ত খুলে দেওয়ার দাবি জানিয়েছেন, যাতে গাজার জনগণের কাছে খাদ্য, ওষুধ ও জরুরি সহায়তা পৌঁছানো সম্ভব হয়।

রবিবার (২৭ জুলাই) ডেইলি ইসলাম সূত্রে জানা গেছে, লেবাননের রাজধানী বৈরুতে হাজার হাজার মানুষ মিশরের দূতাবাসের সামনে জড়ো হয়ে মিছিল করেন। তাঁরা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান যেন গাজায় যুদ্ধ বন্ধ করে মানবিক সহায়তা পৌঁছানোর পথ নিশ্চিত করা হয়।

একই দাবিতে ইউরোপের আরও কয়েকটি শহরে বিক্ষোভ হয়েছে। ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে বিক্ষোভকারীরা মিশরীয় দূতাবাসের মূল ফটকে লাল রঙের স্প্রে করেন, যা গাজায় রক্তপাতের প্রতীক হিসেবে বিবেচিত হয়।

নেদারল্যান্ডসের দ্য হেগ, জার্মানির হামবুর্গ এবং ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনেও ফিলিস্তিনপন্থি আন্দোলনকারীরা মিছিল করেন। এসব শহরের মিশরীয় দূতাবাসগুলোর সামনে ফিলিস্তিনি পতাকা ও ব্যানার নিয়ে রাফাহ সীমান্ত খুলে দেওয়ার দাবিতে স্লোগান দেন বিক্ষোভকারীরা।

কোপেনহেগেনে উত্তেজনা বেড়ে যাওয়ায় মিশরের দূতাবাস সাময়িকভাবে তাদের দরজা বন্ধ করে দেয়।

বিক্ষোভকারীদের অভিযোগ, রাফাহ সীমান্ত দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় গাজার জনগণের জন্য খাদ্য, ওষুধ ও অন্যান্য জরুরি সামগ্রীর প্রবেশ কার্যত বন্ধ হয়ে গেছে। এতে করে সেখানে এক চরম মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, গাজার সঙ্গে বাইরের বিশ্বের একমাত্র প্রবেশদ্বার হলো মিশরের রাফাহ সীমান্ত। তবে ইসরায়েলি অবরোধ এবং মিশরের কঠোর নীতির কারণে দীর্ঘদিন ধরে সীমান্তটি কার্যত বন্ধ রয়েছে।

উৎস: Daily Islam, স্থানীয় সংবাদ সংস্থা ও মানবাধিকার সংগঠনের প্রতিবেদন