মক্কা-মদিনা, ১৫ আগস্ট ২০২৫ আইডিয়াল টাইমস
পবিত্র মক্কার মসজিদুল হারামে আজ শুক্রবারের জুমার নামাজে ইমামতি করবেন প্রখ্যাত আলেম ও খতিব শায়খ বান্দার বালিলাহ। অন্যদিকে, মদিনার মসজিদে নববিতে জুমার নামাজ পড়াবেন বিশ্বখ্যাত কারি শায়খ আবদুল্লাহ আল বুয়াইজান। বিষয়টি নিশ্চিত করেছে মসজিদুল হারাম ও মসজিদে নববিবিষয়ক ওয়েব পোর্টাল হারামাইন শরিফাইন।
হারামাইন শরিফাইন জানায়, শায়খ বান্দার বালিলাহ সৌদি আরবের মক্কায় জন্মগ্রহণ করেন ১৯৭৫ সালে। তিনি মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন এবং ২০১৩ সালে রমজানের তারাবিহ নামাজের ইমামতি করার জন্য মসজিদুল হারামে নিয়োগ পান। ২০১৯ সাল থেকে তিনি নিয়মিত জুমার খুতবা দিয়ে আসছেন।
অন্যদিকে, শায়খ আবদুল্লাহ আল বুয়াইজান তাঁর সুললিত কণ্ঠের জন্য বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছেন। বাদশাহ সালমান বিন আবদুল আজিজের রাজকীয় আদেশে ২০১৬ সালের সেপ্টেম্বরে তিনি মসজিদে নববির খতিব হিসেবে নিয়োগ পান। এর আগে ১৪৩৪ হিজরিতে বাদশাহ আবদুল্লাহ তাঁকে ইমাম হিসেবে নিয়োগ দিয়েছিলেন।
Reporter Name 












