আবরার ফাহাদের ভাইকে ছাত্র ইউনিয়ন নেতার প্রাণনাশের হুমকি, থানায় জিডি
সংক্ষিপ্ত সংবাদ:
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজকে অনলাইনে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শাহরিয়ার ইব্রাহিমসহ দু’জনের বিরুদ্ধে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ফাইয়াজ।
গত ২৭ মে আওয়ামী লীগ সরকারের একটি রায় নিয়ে ফেসবুকে পোস্ট দেন তিনি। ওই পোস্ট শেয়ার করে বিরূপ মন্তব্য করেন শাহরিয়ার ইব্রাহিম। এরপরই ফাইয়াজ নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে জিডি করেন।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খালিদ মনসুর জানান, জিডিটি সাইবার ক্রাইম বিভাগে পাঠানো হয়েছে এবং তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Reporter Name 












