আইডিয়াল টাইমস
কুমিল্লা, ০১ জুন ২০২৫
জামিয়া রশীদিয়া আযীযুল উলূম, রাণীরবাজার, কুমিল্লার দাওয়াহ বিভাগের উদ্যোগে “ইসলাম, নারীসমাজ ও উম্মাহর করণীয়” শীর্ষক একটি গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি প্রকাশিত নারী সংস্কার কমিশনের বিতর্কিত কুরআন-হাদীসবিরোধী প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে আয়োজিত এ সেমিনারে ইসলামী চিন্তাবিদগণ ইসলামের আলোকে নারীর মর্যাদা, অধিকার ও জাতির করণীয় বিষয় তুলে ধরেন।
রবিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত মাদরাসার কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত এই সেমিনারে সভাপতিত্ব করেন রাণীরবাজার মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা মুনির হোসেন। প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা কওমী মাদরাসা সংগঠনের সভাপতি আল্লামা নূরুল হক।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গবেষক ও বিশিষ্ট লেখক মাওলানা শরীফ মুহাম্মদ। আলোচনায় অংশ নেন বিশিষ্ট চিন্তাবিদ ও কলামিস্ট মাওলানা মুসা আল হাফিজ।
বক্তারা বলেন, “নারী শুধু একটি শ্রেণী নয়—সমগ্র মানবজাতির অংশ। নারীর প্রকৃত মুক্তি, সম্মান ও নিরাপত্তা নিহিত রয়েছে ইসলামী আদর্শে। ইসলামবিরোধী কোনো নারীনীতি কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। এমন বিতর্কিত প্রতিবেদন অবিলম্বে বাতিল করে সুস্থ চিন্তাধারার আলেম, শিক্ষাবিদ ও সমাজসেবকদের সমন্বয়ে একটি ইনসাফভিত্তিক ও গ্রহণযোগ্য নীতি প্রণয়ন করতে হবে।”
সেমিনারটি পরিচালনা করেন রানীরবাজার মাদরাসার শিক্ষাসচিব মুফতী শোয়াইব কাসেমী।
এছাড়াও উপস্থিত ছিলেন—কাসেমুল উলুম মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা আব্দুল কুদ্দুস, রানীরবাজার মাদরাসার শাইখুল হাদীস মাওলানা আব্দুল বারী, নায়েবে মুহতামিম মাওলানা নোমান আহমদ, মাওলানা মুফীজুল ইসলাম, মুফতী মুহিব্বুল্লাহ ক্বাসেমী, মুফতী জিয়াউদ্দিন, মাওলানা ফাহিম আহমদ আজহারী, মাওলানা সাখাওয়াত রাহাত, মুফতী রফিকুল ইসলাম, মাওলানা হাসান আব্দুল্লাহ, মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা শাহজালাল ও মাওলানা মোবারক কারীম প্রমুখ।
Reporter Name 













