৬আগষ্ট বুধবার ২০২৫
নিজস্ব প্রতিবেদক – হবিগঞ্জ
বাহুবল উপজেলার ২ নং পুটিজুরী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-২, মোঃ মর্তুজ আলী লিটন এর উদ্যোগে ইউনিয়নের ৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
আজ (৬ আগস্ট) বুধবার সকাল ১০ ঘটিয়ায় প্যানেল চেয়ারম্যান মোঃ মর্তুজ আলী লিটন এর সভাপতিত্বে এবং ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা বিশ্বজিৎ তিমির দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহুবল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ গিয়াস উদ্দীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহুবল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, মোঃ সিরাজুল ইসলাম, অন্যন্যদের মঝে উপস্থিত ছিলেন ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন, হিসাব রক্ষক মোঃ জুনেদ আহমদ, পুটিজুরী শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক পংকজ কান্তি গোপ, দ্বি-গাম্বর শাহ জালাল দাখিল মাদরাসার প্রধান শিক্ষক মাওঃ রফিকুল ইসলাম জাফরী,সিনিয়র শিক্ষক ক্বরী জাহাঙ্গীর আলম, হিলাল পুর দাখিল মাদরাসার সিনিয়র শিক্ষক আরিফুর রহমান , দি মেরিট হোম হাইস্কুলের পরিচালক সাজ্জাদুর রহমান, শাহ জালাল কেজি এন্ড হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ শাহিন আহমদ, সহ ইউপি সদস্য ও শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।
এসময় প্রধান অতিথি, উপজেলা ইউএনও আগত শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থী এবং অভিভাবকদের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।
বক্তাগন আয়োজক প্যানেল চেয়ারম্যান মর্তুজ আলী লিটন এবং সদস্যবৃন্দের ভূয়সী প্রশংসা করে বলেন-পুটিজুরী ইউনিয়ন পরিষদের উদ্যোগে এই সর্বপ্রথম অনুষ্ঠিত সংবর্ধনা ইতিবাচক প্রভাব পরবে, এছাড়া শিক্ষার্থী এবং শিক্ষা প্রতিষ্ঠানকে শিক্ষার মানগত অগ্রগতি ও উন্নত শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি করবে।
কাউছার মাহদী 












