১১আগষ্ট২০২৫
আইডিয়াল টাইমস- হবিগঞ্জ প্রতিনিধি
গাজীপুরে প্রকাশ্যে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে বাহুবলে কর্মরত সাংবাদিকরা।
গতকাল (১০ আগস্ট) রবিবার দুপুর ১২ টায় বাহুবল উপজেলা পরিষদের সম্মুখে প্রবীন সাংবাদিক ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি-সৈয়দ আব্দুল মান্নান এর সভাপতিত্বে এবং দৈনিক ইনকেলাব এর প্রতিনিধি -সাংবাদি হাবিবুর রহমান নোমান এর পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, একজন সত্যনিষ্ঠ সংবাদকর্মীকে যেভাবে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, তা স্বাধীন সাংবাদিকতার জন্য চরম হুমকি। তাঁরা তুহিন হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উক্ত মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন
“আইডিয়াল টাইমস” হবিগঞ্জ জেলা প্রতিনিধি কাউছার মাহদী,
(দৈনিক আমাদের সময় প্রতিনিধি) আঃ আওয়াল তহবিলদার সবুজ।।(দৈনিক যুগান্তর প্রতিনিধি) সিদ্দিকুর রহমান মাসুম। (দৈনিক যায়যায়কাল প্রতিনিধি) মিয়া মোঃ সিজিল।(দৈনিক বাংলাদেশ পরিক্রমা প্রতিনিধি) সালেহ আহমেদ আবিদ।(দৈনিক কালবেলা প্রতিনিধি)টিপু সুলতান।(দৈনিক কালের কন্ঠ প্রতিনিধি)সাব্বির হোসেন।।(দৈনিক আমার সংবাদ প্রতিনিধি)জুবায়ের আহমেদ।(দৈনিক খোলাকাগজ প্রতিনিধি)সাদিকুর রহমান।(দৈনিক সকালের সময় প্রতিনিধি)সোহানুর রহমান।(হবিগঞ্জ সমাচার প্রতিনিধি)রাজু সরকার সহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীরা।
বক্তারা আরও বলেন, সাংবাদিক সমাজ কোনোভাবেই এই নির্মম হত্যাকাণ্ড মেনে নেবে না। যদি দোষীদের গ্রেপ্তার ও বিচারের আওতায় না আনা হয়, তাহলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।
Reporter Name 












