বিচারহীনতাই সব ধ্বংসের মূল-মাহবুব কবির মিলন
৫ বছরের মেয়ে রোজা কে ধর্ষ**ণ করার পর মুখের ভিতর চাল ঢুকিয়ে দেয়া হয় যাতে নিঃশ্বাস না নিতে পারে, মৃত্যু কনফার্ম হলে শরীরে গরম পানি ঢেলে দেয়া হয় যাতে কেউ না চিনতে পারে।
পাঁচ বছরের মেয়ে, একটা কোলের বাচ্চা বই কিছু নয়। কী করে সম্ভব এইটুকু বাচ্চার সাথে এমন পাশবিক আর নির্মমতা করা!! এই দেশের মানুষগুলোর কী হল!! সমাজটা এমন পশুত্বে ভরে যাচ্ছে কেন!!
আব্বা আম্মারা, সাবধান। বহুবার বলেছি, বাচ্চাকে নিয়ে চুল পরিমাণ কাউকে বিশ্বাস করবেন না। এক সেকেন্ডের জন্য একা যেন দরজার বাইরে না যায়। কোনো উপায় নেই। মেয়ে বাচ্চাকে এভাবেই মানুষ করতে হবে। যতই কষ্ট হোক না কেন।
রোজা তেজগাঁও বস্তি বা পাড়ার বাচ্চা বলেই এমন হয়েছে, তা নয়। একটা পাঁচ ছয় বছরের মেয়ে বাচ্চা যদি আমাদের গুলশান, বনানী, বারিধারা বা ডিওএইচএস, এলাকায় একা বের হয়, একই ঘটনা হয়ত ঘটবে। জড়িত থাকবে সমাজের সবচেয়ে উঁচুস্তরের কোনো এক জানোয়ার।
জানোয়ারে ভরে গেছে গোটা দেশ। বাচ্চা কেনা যায় না, বাচ্চা চাইলেই আকাশ থেকে টুপ করে পড়ে না। অনেক সাধনার ধন তারা আমাদের। কাজেই চুল পরিমাণ ভুল করা যাবে না। দুনিয়ার কাউকেই বিশ্বাস করবেন না। সাবধান বাবা মায়েরা। মানুষ আর মানুষ নেই।
বিচারহীনতাই সব ধ্বংসের মূল।
আইডিয়াল টাইমস 














