সাহিত্যকথন-আবদুল হক
নই নন নও নস নয়
আমি একা নয়, তুমি বুদ্ধিমান নয়, আপনি আশাবাদী নয়—এমন ভুল বাক্য হরহামেশাই চোখে পড়ে। কাঁচা ভুল। রাজনীতিতে সংসদে অনুষ্ঠানে প্রতিষ্ঠানে এ ভুলটা এত বেশি করা হয় যে, শুদ্ধ প্রয়োগ বলা চলে বিরল ঘটনা। সংস্কৃত ‘নহ্’ ধাতু থেকে উদ্ভূত এই ক্রিয়ার ছয় পুরুষের জন্য পাঁচটি রূপ আছে: নই [নহি], নন [নহেন], নও [নহ], নস [নহিস], নয় [নহে]।
আমি নই। আমরা নই।
আপনি/আপনারা নন। তুমি/তোমরা নও। তুই/তোরা নস।
তিনি/তাঁরা নন। সে/তারা নয়।
বাংলা একাডেমিতে আয়োজিত ‘জাতীয় বিতর্ক উৎসব-২০১৪’-এর উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আবুল বারাকাত বলেন: “জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক নয়, তিনি বেতার ঘোষক।” খেয়াল করুন, ‘তিনি’ শব্দের পাশেই ‘নয়’ বলছেন—অথচ ভদ্রলোক অশিক্ষিত কেউ নন, বরং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।
আমাদের দেশে বিশেষত কোনো রাজনৈতিক সভার বা জাতীয় সংসদের বক্তৃতা শুনলে শুধু ভুলই শোনা যায়—আপনারা যোগ্য নয়, আমরা দায়ী নয়, তিনি সন্তুষ্ট নয় ইত্যাদি। নতুন লেখকেরাও এখানে ভুল করেন প্রায়শ। কেউ কেউ আবার নই নন নও নস নয়-এর স্থলে কুল্লে এক ‘না’ দিয়েই দায় সারতে চান, যেমন হুমায়ূন আহমেদের উপন্যাসে ‘ঠিক নয়’ বা ‘আমি নই’-এর জায়গায় ‘ঠিক না’ বা ‘আমি না’ দেখা যায়, এটাও ঠিক নয়।
মোটে পাঁচটাই তো শব্দ, একবার একটু খেয়াল করে শিখে নিলেই আর ভুলের ভয় থাকে না।
──────────────
⚪আবদুল হক ॥ #ভাষা, #ব্যাকরণ, #শুদ্ধিপত্র ॥ ১৮-০৫-‘২৫।
Reporter Name 














