জিম্মি বিনিময়ে প্রস্তুতির কথা জানিয়েছে গোষ্ঠীটি, কিছু আপত্তিও উত্থাপন
নিউজ ডেস্ক | আইডিয়াল টাইমস
প্রকাশিত: ০১ জুন ২০২৫
ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক অস্ত্রবিরতির প্রস্তাবে তারা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে। এক বিবৃতিতে গোষ্ঠীটি জানায়, ফিলিস্তিনি বন্দিদের বিনিময়ে তারা জীবিত ১০ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে এবং আরও ১৮ জন নিহত ব্যক্তির মরদেহ ফেরত দিতে প্রস্তুত।
যুক্তরাষ্ট্র প্রস্তাবিত খসড়ায় ৬০ দিনের অস্ত্রবিরতির পরিকল্পনা তুলে ধরা হয়। এতে বলা হয়, প্রথম সপ্তাহে হামাস ১৮ জন ইসরায়েলিকে (জীবিত ও মৃত) ফেরত দেবে। পরবর্তী পর্যায়ে, যদি স্থায়ী যুদ্ধবিরতির প্রক্রিয়া শুরু হয়, তাহলে আরও ৩০ জনের বেশি জিম্মিকে মুক্তি দেওয়া হবে। একইসঙ্গে গাজায় জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর মাধ্যমে মানবিক সহায়তা প্রবাহ চালু করা হবে।
হোয়াইট হাউস জানিয়েছে, ইসরায়েল এই প্রস্তাবে সম্মতি দিয়েছে। তবে হামাস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফের প্রস্তাবিত খসড়ায় কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের আপত্তি রয়েছে।
প্রথমে এই প্রস্তাব প্রত্যাখ্যান করলেও, এবার হামাস নিজেদের অবস্থান ব্যাখ্যা করে কিছু সংশোধনী দাবি তুলেছে। বিবিসি জানিয়েছে, হামাসের পক্ষ থেকে বিষয়টি পর্যালোচনার পর তারা তাদের আনুষ্ঠানিক মত জানায়।
Reporter Name 















