শিশু কেন অন্যের গায়ে হাত তোলে? করনীয় কি জানেন?
অনেক সময়ই দেখি শিশুরা খেলতে খেলতে বা রাগের মাথায় অন্যের গায়ে হাত তোলে। এটি সাধারণ হলেও একে অবহেলা করলে ভবিষ্যতে বড় সমস্যা হতে পারে। নিচে কিছু কারন উল্লেখ করছি।
কেন এমন করে শিশুরা?
*ভাষায় নিজেকে প্রকাশ করতে না পারলে
*রাগ বা হতাশা নিয়ন্ত্রণ করতে না পারলে
*টিভি বা আশপাশের মানুষের আচরণ অনুকরণ করে
*মনোযোগ আকর্ষণের চেষ্টা হিসেবে
*আবেগ বা পরিস্থিতি বুঝতে না পেরে
আমরা কী করতে পারি?
*ধৈর্য ধরে বোঝাতে হবে: “এভাবে আঘাত করা ঠিক না। এতে অন্যরা ক*ষ্ট পায়।”
*বিকল্প শেখাতে হবে: রা*গ হলে কীভাবে তা প্রকাশ করবে—চুপ থাকা, দূরে সরে যাওয়া, কাগজ ছেঁড়া ইত্যাদি।
*শিশুকে আবেগ চেনাতে শেখাতে হবে: “তুমি রাগ করেছো না?” “তুমি কি দুঃখিত?”
*ভালো আচরণে প্রশংসা করতে হবে
*নিজেকেও আদর্শ হিসেবে গড়ে তুলতে হবে
*প্রয়োজনে বিশেষজ্ঞের সাহায্য নিতে হবে
শিশুদের আচরণ শেখানোর সবচেয়ে বড় উপায় হলো—ভালোবাসা, ধৈর্য, আর ধারাবাহিকতা। একদিনে কিছু হবে না, কিন্তু আপনি যদি নিয়মিত থাকেন, ফল অবশ্যই আসবে।
সংগৃহিত
আইডিয়াল টাইমস 












