মানুষের জীবন মানেই সম্পর্কের টানাপোড়েন। কারো প্রতি ভালোবাসা, বিশ্বাস আর নির্ভরতার ওপরই গড়ে ওঠে বন্ধন। কিন্তু সেই বন্ধনের মাঝেও মাঝেমাঝে আসে ঝড়— ভুল বোঝাবুঝি, অনুচ্চারিত অভিমান আর অপূর্ণ প্রত্যাশার ঝাপটা।
আমরা প্রত্যেকে নিজের মতো করে ভাবি, অনুভব করি, আর সেই অনুযায়ী প্রতিক্রিয়া দিই। তাই সবসময় বোঝাপড়াটা মসৃণ নাও হতে পারে। মাঝে মাঝে শুধু একটা ব্যাখ্যা বা একটা কথার অভাব থেকেই শুরু হয় দূরত্ব। অথচ সেই দূরত্ব কখন যে দেয়াল হয়ে দাঁড়িয়ে যায়, আমরা টেরও পাই না।
বড় একটা সমস্যা হলো— আমরা এখন অনুভূতির জায়গায় যুক্তি বসিয়ে দিই। কে আগে বলবে, কে দোষী, কে কতটা রাগান্বিত— এসব হিসাব মেলাতেই আমরা ব্যস্ত। অথচ একটা সরল “তুই কেমন আছিস?”—এই প্রশ্নটাই অনেক সম্পর্ককে বাঁচিয়ে রাখতে পারে।
আমরা ভুলে যাই, সম্পর্ক মানেই শুধু আনন্দের মুহূর্ত নয়। সম্পর্ক মানে একে অপরের পাশে থাকা— ভুল করলে বুঝিয়ে দেওয়া, কষ্ট পেলে শুনে নেওয়া, আর বিরোধ হলে সময় নিয়ে মীমাংসা করা। সম্পর্ক মানে দায়িত্ব— শুধু উপস্থিত থাকার নয়, একজন আরেকজনের অনুভব বোঝার চেষ্টার।
‘ইগো’ আমাদের বলে— “তোমাকে এইটুকু বলারও প্রয়োজন মনে করিনি।”
ভালবাসা বলে— “তুমি দূরে আছো, এটা আমি মানতে পারছি না।”
ইগো সম্পর্ককে প্রতিযোগিতা বানিয়ে ফেলে। কে আগে বলবে, কে কতটা শক্ত— এই হিসাবেই শেষ হয়ে যায় অনেক কিছু। কিন্তু ভালবাসা এসব গণ্ডি মানে না। সে শুধু খোঁজ নেয়— তুমি কেমন আছো? খারাপ লাগলে পাশে বসে চুপচাপ থেকেও বলে— “আমি আছি।”
জীবন কখন থেমে যায়, বলা যায় না। আজ যাকে ছেড়ে যাচ্ছি, কাল আর হয়তো তাকে ফিরে পাওয়ার সুযোগ থাকবে না। তখন হাজার যুক্তি দিয়েও মনে শান্তি আসবে না। সময় মতো বলা “ভালোবাসি”, “ক্ষমা করে দাও”, কিংবা “তুমি আমার জন্য গুরুত্বপূর্ণ”— এসবই হয়ে উঠতে পারে শেষ মুহূর্তের আশ্রয়।
তাই সম্পর্ক থাকলেই ভুল বোঝাবুঝি হবে, দূরত্ব আসবে— এটুকু স্বাভাবিক। কিন্তু সেখান থেকে মুখ ফিরিয়ে নেওয়া নয়, দরকার একটুখানি সাহস আর আন্তরিকতা। অনেক সময় সম্পর্ক টিকিয়ে রাখতে চাইলে জিততে হয় না— হেরে যেতে হয়, ভালোবাসার জন্য।
ভালবাসা নিজের স্বার্থ নয়, সম্পর্ককে বাঁচিয়ে রাখার চেষ্টা।
আর সেটাই জীবনের এক অমূল্য সম্পদ।
ইগো নয়, সম্পর্কটাই জীবনের আসল ভরসা।
কলাম:সাব্বির আহমদ খান
Reporter Name 












