আইডিয়াল টাইমস নিউজ ডেস্ক | গাজা সিটি | ১ জুলাই ২০২৫
ইসরায়েলি বাহিনী গত কয়েক সপ্তাহের মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলা চালিয়েছে অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজায়। সোমবারের এই একাধিক বিমান হামলায় অন্তত ৯৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে আল জাজিরা।
হামলার সবচেয়ে ভয়াবহ চিত্র দেখা গেছে গাজার উত্তরাঞ্চলের সমুদ্রতীরবর্তী ‘আল-বাকা ক্যাফে’-তে, যেখানে অন্তত ৩৯ জন নিহত হন। নিহতদের মধ্যে রয়েছেন সাংবাদিক ইসমাইল আবু হাতাব, কয়েকজন নারী ও শিশু। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই সময় ক্যাফেতে একটি জন্মদিনের পার্টি চলছিল, যার সঙ্গে কোনো সামরিক বা রাজনৈতিক সংশ্লিষ্টতা ছিল না।
বেসামরিক স্থাপনাতেই হামলার মূল লক্ষ্যবস্তু
এছাড়া, গাজা সিটির ইয়াফা স্কুলে বোমাবর্ষণ চালায় ইসরায়েলি বাহিনী। ওই স্কুলে বহু বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছিলেন। একজন প্রত্যক্ষদর্শী জানান, হামলার মাত্র পাঁচ মিনিট আগে লোকজনকে এলাকা ছাড়ার হুমকি দেওয়া হয়েছিল।
দিয়ের আল-বালাহ শহরের আল-আকসা হাসপাতালের আঙিনা, যেখানে ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছিলেন, তাও হামলার শিকার হয়।
জাইতুন এলাকায় ১০ জন এবং গাজার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আরও ১৩ জন নিহত হয়েছেন। স্থানীয়রা বিমান হামলার কথা বললেও, কিছু চিকিৎসাকর্মী জানিয়েছেন—অনেকেই গুলিতে মারা গেছেন।
ত্রাণকেন্দ্রেও হামলা, যুক্তরাষ্ট্র-সমর্থিত জিএইচএফ ক্ষতিগ্রস্ত
গাজার দক্ষিণাঞ্চলে Gaza Humanitarian Foundation (GHF) এর ত্রাণ বিতরণ কেন্দ্রে খাবারের জন্য অপেক্ষারত ফিলিস্তিনিদের ওপর চালানো ইসরায়েলি হামলায় ১৫ জন নিহত হন, আহত হন আরও ১৫ জন। জিএইচএফ একটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত মানবিক সংস্থা।
গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিস শহরে ইসরায়েলি বাহিনী ঘরবাড়ি ধ্বংস করতে শুরু করেছে। এতে সেখানে শিগগিরই স্থল অভিযান শুরু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, বর্তমানে গাজার ৮০ শতাংশ ভূখণ্ড ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে বা জোরপূর্বক বাস্তুচ্যুতির হুমকিতে রয়েছে।
অন্যদিকে, ইসরায়েলের কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডার্মার এবং অন্যান্য কর্মকর্তারা যুক্তরাষ্ট্রে যুদ্ধবিরতি বিষয়ক আলোচনার জন্য ওয়াশিংটন ডিসির উদ্দেশে রওনা হয়েছেন। সেই প্রক্রিয়া চলাকালে ইসরায়েল এই রক্তক্ষয়ী হামলা চালিয়েছে।
ছবি (সূত্র: রয়টার্স):
আল-বাকা ক্যাফেতে নিহতদের মরদেহ
ইয়াফা স্কুলের ধ্বংসস্তূপ
GHF ত্রাণকেন্দ্রের সামনে হতাহত ফিলিস্তিনিদের দৃশ্য


Reporter Name 














