Dhaka ১১:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
হিন্দুত্ববাদী উগ্র সংগঠন ইসকন নিষিদ্ধসহ ৬ দফা দাবিতে কুমিল্লায় হেফাজতের বিক্ষোভ মাদরাসাতুল মারওয়াহ’র হিফজ ছাত্রদের সবক সমাপনী উপলক্ষে দোয়া অনুষ্ঠিত ঢাকায় জাসাকের সীরাতুন্নাবী সা. ফেস্টিভ্যাল অনুষ্ঠিত কুমিল্লা মাদরাসায়ে এহসানিয়া দারুল উলূম শাসনগাছার স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন আন্তর্জাতিক খতমে নবুওয়াত মহাসমাবেশ বাস্তবায়নে প্রস্তুতি সভা ফ্যাসিবাদ বিরোধী সর্বদলীয় ঐক্যের যাত্রা ভিপি নুরের ওপর বর্বরোচিত হামলায় নেজামে ইসলাম পার্টির তীব্র নিন্দা মাদরাসাতুল মারওয়াহ’র ৭ম বর্ষপূর্তি অনুষ্ঠিত কুমিল্লা আইডিয়াল মাদরাসায় কৃৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত বাহুবলে শেওড়াতলী নূরানী মাদরাসায় ২৯ হাজার টাকা পুরস্কার ও সম্মানানা প্রদান

ইউরোপীয় ইউনিয়ন নিয়ে প্রেসিডেন্ট এরদোগান-এর বক্তব্য

  • ইবনে সাবিল
  • Update Time : ০৩:৫৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫
  • ৬৪ Time View

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতায় ডোনাল্ড ট্রাম্পের আগমনের পর থেকে বেশ কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ২৭টি দেশ নিয়ে গঠিত সংগঠনটিতে অভ্যন্তরীণ মতানৈক্য, অভিবাসন নীতি ও অর্থনৈতিক দুরবস্থার ফলে বেশ অচল অবস্থার সৃষ্টি হয়েছে। এমতাবস্থায়, তুরস্কের পূর্ণ সদস্যপদই পারে এই অচল অবস্থা থেকে ইউরোপীয় ইউনিয়নকে রক্ষা করতে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।

গতকাল রবিবার (২৪ ফেব্রুয়ারি) আঙ্কারায় অনুষ্ঠিত এক কেবিনেট বৈঠকে এই মন্তব্য করেছেন তুর্কি প্রেসিডেন্ট।

তিনি বলেন, “শুধুমাত্র তুরস্কই পারে ইউরোপীয় ইউনিয়নকে অচলাবস্থা থেকে উদ্ধার করতে। সংগঠনটিতে তুরস্কের পূর্ণ সদস্যপদই তাকে রক্ষা করতে পারে।”

প্রসঙ্গত, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাঁকান ফিদানের ইউরোপীয় ইউনিয়ন সম্পর্কিত একটি বক্তব্যের পরপরই এমন মন্তব্য এসেছে এরদোগানের কাছ থেকে। ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে ফিদান বলেছেন, “ইউরোপীয় ইউনিয়ন সবসময় আমাদের প্রথম পছন্দের। তবে আমরা যদি এই সংগঠনের সদস্যপদ না পাই, তাহলে আমাদের হাতে আরও বেশ কিছু বিকল্প রয়েছে।”

বৈঠকে এরদোগান আরো বলেন, “পশ্চিমে অভিবাসন ও ইসলামবিরোধী উগ্রবাদী কর্মকাণ্ডের ক্রমাগত উত্থানের বিষয়টি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। সাম্প্রতিক বেশ কিছু নির্বাচনের ফলাফল, আমাদের উদ্বেগকে সঠিক প্রমাণিত করেছে।”

প্রসঙ্গত, এই মুহূর্তে জার্মানিতে দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভুত হয়েছে এএফডি পার্টি। উগ্রবাদী এই দলটি ব্যাপকভাবে অভিবাসন ও মুসলিম বিরোধী। যা দেশটিতে বসবাসরত মুসলিম ও তুর্কি সম্প্রদায়ের নিরাপত্তার জন্য ভীতির সঞ্চার করেছে।

উল্লেখ্য, গত দুই দশক ধরে ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদের জন্য আবেদন করে আসছে তুরস্ক। তবে বিভিন্ন অযুহাতে আঙ্কারাকে সংগঠনটিতে যোগ দিতে দেওয়া হয়নি। বিশ্লেষকরা বলছেন, এমতাবস্থায় বিকল্প হিসেবে উদীয়মান অর্থনীতির জোট ব্রিকসের দিকে অগ্রসর হচ্ছে তুরস্ক।

সূত্র: ডেইলি সাবাহ

Tag :
About Author Information

Popular Post

হিন্দুত্ববাদী উগ্র সংগঠন ইসকন নিষিদ্ধসহ ৬ দফা দাবিতে কুমিল্লায় হেফাজতের বিক্ষোভ

ইউরোপীয় ইউনিয়ন নিয়ে প্রেসিডেন্ট এরদোগান-এর বক্তব্য

Update Time : ০৩:৫৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতায় ডোনাল্ড ট্রাম্পের আগমনের পর থেকে বেশ কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ২৭টি দেশ নিয়ে গঠিত সংগঠনটিতে অভ্যন্তরীণ মতানৈক্য, অভিবাসন নীতি ও অর্থনৈতিক দুরবস্থার ফলে বেশ অচল অবস্থার সৃষ্টি হয়েছে। এমতাবস্থায়, তুরস্কের পূর্ণ সদস্যপদই পারে এই অচল অবস্থা থেকে ইউরোপীয় ইউনিয়নকে রক্ষা করতে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।

গতকাল রবিবার (২৪ ফেব্রুয়ারি) আঙ্কারায় অনুষ্ঠিত এক কেবিনেট বৈঠকে এই মন্তব্য করেছেন তুর্কি প্রেসিডেন্ট।

তিনি বলেন, “শুধুমাত্র তুরস্কই পারে ইউরোপীয় ইউনিয়নকে অচলাবস্থা থেকে উদ্ধার করতে। সংগঠনটিতে তুরস্কের পূর্ণ সদস্যপদই তাকে রক্ষা করতে পারে।”

প্রসঙ্গত, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাঁকান ফিদানের ইউরোপীয় ইউনিয়ন সম্পর্কিত একটি বক্তব্যের পরপরই এমন মন্তব্য এসেছে এরদোগানের কাছ থেকে। ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে ফিদান বলেছেন, “ইউরোপীয় ইউনিয়ন সবসময় আমাদের প্রথম পছন্দের। তবে আমরা যদি এই সংগঠনের সদস্যপদ না পাই, তাহলে আমাদের হাতে আরও বেশ কিছু বিকল্প রয়েছে।”

বৈঠকে এরদোগান আরো বলেন, “পশ্চিমে অভিবাসন ও ইসলামবিরোধী উগ্রবাদী কর্মকাণ্ডের ক্রমাগত উত্থানের বিষয়টি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। সাম্প্রতিক বেশ কিছু নির্বাচনের ফলাফল, আমাদের উদ্বেগকে সঠিক প্রমাণিত করেছে।”

প্রসঙ্গত, এই মুহূর্তে জার্মানিতে দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভুত হয়েছে এএফডি পার্টি। উগ্রবাদী এই দলটি ব্যাপকভাবে অভিবাসন ও মুসলিম বিরোধী। যা দেশটিতে বসবাসরত মুসলিম ও তুর্কি সম্প্রদায়ের নিরাপত্তার জন্য ভীতির সঞ্চার করেছে।

উল্লেখ্য, গত দুই দশক ধরে ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদের জন্য আবেদন করে আসছে তুরস্ক। তবে বিভিন্ন অযুহাতে আঙ্কারাকে সংগঠনটিতে যোগ দিতে দেওয়া হয়নি। বিশ্লেষকরা বলছেন, এমতাবস্থায় বিকল্প হিসেবে উদীয়মান অর্থনীতির জোট ব্রিকসের দিকে অগ্রসর হচ্ছে তুরস্ক।

সূত্র: ডেইলি সাবাহ